সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগে পরিবারের থেকে নিজেকে পৃথক ঘোষণা করেন গায়ক-সুরকার আমাল মালিক। বাবা-মা ও ভাই আরমান মালিকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন তিনি। এরপর সামনে আসে নেহা ও টোনি কক্করের দিদি, গায়িকা সোনু কক্করের বার্তা। তিনি সমাজমাধ্যমে জানান যে, ‘ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের দিদি নই। আমার এই সিদ্ধান্ত এসেছে মনের অনেক বড় বেদনা থেকে। আমি আজ সত্যিই ভেঙে পড়েছি!’

 

বলিউডে ভাই-বোনদের বিচ্ছেদের মাঝেই আরও এক বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল অনুরাগীদের। কিছুদিন আগেই জানা গিয়েছিল, জনপ্রিয় যমজ বোনের জুটি চিঙ্কি-মিঙ্কির পথ এবার আলাদা হচ্ছে।‌ সমাজমাধ্যমে দু'জনের পথ আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন জনপ্রিয় দুই বোনের জুটি। সকলের অত্যন্ত পরিচিত সোশ্যাল মিডিয়া আইকন চিঙ্কি-মিঙ্কি ওরফে সুরভী-সমৃদ্ধির এই বিচ্ছেদের খবরে মন ভাঙে নেটিজেনদের।যমজ বোনের মজাদার কনটেন্টের একটা বিরাট ফ্যানবেস রয়েছে। কিন্তু এবার নাকি কেরিয়ার ও পরিচিতির উপর জোর দিতেই আলাদা হচ্ছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন দুই বোন। 

 

আরও পড়ুন: লম্বা চুল, তীক্ষ্ণ দৃষ্টি, রক্তের ছিটে এসে পড়েছে চোখেমুখে! এ কোন ইমরান হাশমি? নতুন লুকে কোন ছবিতে ধরা দেবেন 'কিসিং মাস্টার'?

 

কপিল শর্মার কমেডি শো থেকে বিখ্যাত হয়ে ওঠা যমজ বোন চিঙ্কি ও মিঙ্কি জুটি বেশ পছন্দ করেছেন দর্শকদের। দুই বোনই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ভক্তরাও তাদের একসঙ্গে দেখে সবসময়ই খুব খুশি হন। চিঙ্কি-মিঙ্কির আসল নাম সুরভি ও সমৃদ্ধি। তবে এবার দুই বোনের ভক্তদের জন্য এল বেশ খারাপ খবর। কারণ তাঁরা সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। যা দেখে রীতিমতো চোখ কপালে সকলের। তবে এবার এক নতুন খবর সামনে এল। জানা যাচ্ছে, আলাদা হওয়ার কথা ঘোষণা করলেও মোটেই আলাদা হচ্ছেন না দুই বোনের পথ। খুব তাড়াতাড়ি দু'জনকে এক 
ই রিয়্যালিটি শো-এ দেখা যেতে চলেছে। 

নতুন শো 'ছোরিয়াঁ চলি গাঁও'–এর প্রোমোতে দু’জনকে আলাদা আলাদা চরিত্রে দেখা যাওয়ায় সেই গুজবে আরও ইন্ধন জোগায়। এবার এক সাক্ষাৎকারে নিজেরা মুখ খুললেন দুই বোন।সাক্ষাৎকারে সুরভি স্পষ্ট বলেন, “না, আমাদের বিচ্ছেদ হয়নি। অনুরাগীরা কেন এমন ভাবছেন জানি না। হয়তো একসঙ্গে কাজ না করায় এমনটা মনে হয়েছে। কিন্তু বাস্তব জীবনে আমরা আগের মতোই কাছাকাছি আছি, আমাদের সম্পর্ক অটুট রয়েছে।”


তাঁর কথায় সায় দিয়ে সমৃদ্ধিও বলেন, “অভিনয় জীবনে ভিন্ন ভিন্ন সুযোগ আসতেই পারে। আমরা চাই দর্শক আমাদের আলাদাভাবেও গ্রহণ করুন। কিন্তু এর মানে এই নয় যে আমরা আলাদা হয়ে গিয়েছি। আমরা একই বাড়িতে থাকি, একসঙ্গে খাই, একই রুটিন ফলো করি। সোশ্যাল মিডিয়ায় সবকিছু না দিলেই যে সম্পর্ক শেষ, সেটা নয়।”

 

তাঁরা স্পষ্ট করেছেন—‘চিঙ্কি-মিঙ্কি’ শুধু একটি ব্র্যান্ড নয়, সেটি তাঁদের বাস্তবের সম্পর্কের প্রতিচ্ছবিও। সোশ্যাল মিডিয়ায় গুজবে কান না দিয়ে তাঁদের অনুরাগীদের জন্য বার্তা দেন, “আমাদের কাজের ওপর বিশ্বাস রাখুন, আমরা এখনও একসঙ্গেই আছি। তবে নতুন কাজে নিজেদের আলাদাভাবে তুলে ধরব। যাতে দর্শক আমাদের কাজ আলাদাভাবেও পছন্দ করেন।”