আজকাল ওয়েব ডেস্ক: রবিবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় একটি  খুনের চেষ্টার অভিযোগ মামলা করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে আজ আটক করা হয়েছে। উল্লেখ্য, এএনআই সূত্রে খবর,নুসরত থাইল্যান্ড যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। 

 

ঘটনাস্থল থেকে তাঁকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে অভিনেত্রীকে স্থানয় যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। এএনআই সূত্র অনুযায়ী, মামলাটি গত জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত। সেই ঘটনার সময় নুসরত ফারিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টা ও  উস্কানির অভিযোগ আনা হয়।

 

দ্য ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন ছাত্রকে হত্যার চেষ্টার অভিযোগে, নুসরত-সহ ১৭ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। ভাটারা থানার ইন্সপেক্টর সুজন হক জানিয়েছেন, “ইমিগ্রেশনের তথ্য পেয়ে, আমাদের প্রতিনিধি দল এদিন বিমানবন্দরে যায়। তারপর এদিন দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, আদালতে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।”

 

প্রসঙ্গত, ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে বিশেষ আলোচনায় এসেছিলেন ফারিয়া। এরপর থেকেই তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে দুই বাংলাতেই।  টলিপাড়ায় একাধিক প্রথম সারির নায়কের বিপরীতেও কাজ করেছেন নুসরত। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন এই বাংলাদেশী অভিনেত্রী।