সংবাদসংস্থা মুম্বই: অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩' ছবিতে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছে নতুন জুটিকে নিয়ে।
এই ছবিতে শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধতে গিয়ে নাকি বাস্তবেও নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই মুহূর্তে নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কার্তিক-শ্রীলীলা। তবে এর মধ্যেই ভাইরাল শ্রীলীলার গায়ে হলুদের ছবি। তবে কি চুপিসারে বিয়েটা সেরে ফেলছেন কার্তিক-শ্রীলীলা?
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে শ্রীলীলার গায়ে হলুদের ছবি। সেখানে দেখা যাচ্ছে, নায়িকার পরনে নীল আর ঘিয়ে রঙের মিলমিশে তৈরি শাড়ি। সঙ্গে হালকা গয়না, চুলে ফুল। সব মিলিয়ে ঝলমল করছেন তিনি। সামনে হলুদ, কুমকুম, পানপাতায় সাজানো একটি রেকাব। সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর কপালের লাল টিপ আর সিঁথির সিঁদুর।
এই ছবি দেখে নেটিজেনদের একাংশের অনুমান জন্মদিনের রীতি পালন হচ্ছে শ্রীলীলার। কিন্তু এখানেও খটকা! ১৪ জুন জন্ম তারিখ তাঁর। তবে এটা কি কোনও ছবির দৃশ্য? নাকি সত্যিই চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন চর্চিত জুটি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। তাই সন্দেহ বাড়ছে নেটপাড়ায়।
