সংবাদসংস্থা মুম্বই: অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিবাহিত জীবন বারবার উঠে এসেছে চর্চায়। কখনও রেখার সঙ্গে 'বিগ বি'র সম্পর্কের গুঞ্জন উঠে এসেছে। কখনও আবার অমিতাভ-জয়ার মনোমালিন্যকে চর্চায় এনেছেন নেটিজেনরা। কিন্তু এসব কিছুর মধ্যে দিব্যি দাম্পত্যে ৫০ বছর কাটিয়ে দিলেন তাঁরা। এবার বলিপাড়ায় উঠে আসছে অমিতাভ-জয়ার বিচ্ছেদের প্রসঙ্গ। সত্যিই কি এত বছর পর আলাদা হচ্ছে দু'জনের পথ? 

 


আসলে, এই গুজব নতুন নয়। বেশ কয়েকবছর আগে হল্যান্ডের এক অনুরাগী জয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। চেনা মেজাজেই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন, "আমি জানি না, এখনও এটা নিয়ে আলোচনা হয় কি না। আমি হল্যান্ডে থাকি। সম্প্রতি শুনছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন। এটা কি সত্যি?"

 

 

সঙ্গে সঙ্গে জয়া উত্তর দিয়েছিলেন, "ব্যক্তিগত জীবন নিয়ে কোনওরকম উত্তর দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫ তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেই দিন শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। আমাদের সেই দিন একই বাড়িতে পাবেন।"

 


জয়া বচ্চনের এই মন্তব্য এখন নতুন করে ছড়িয়েছে নেটপাড়ায়। বরাবরই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। তাই অমিতাভ-জয়ার বিবাহিত জীবন নিয়ে আজও নানা প্রশ্ন চলে ভক্তদের মনে।