নিজস্ব সংবাদদাতা: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল পরমব্রত চট্ট্যোপাধ্যায়ের পরিচালনায় 'হাওয়া বদল'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রাইমা সেন ও নেহা পাণ্ডা। গল্পে দুই বন্ধুর জীবন অদল হওয়ার ছবি ফুটে উঠেছিল। ১২ বছর পর ফের ফিরছে এই দুই বন্ধুর জুটি।
আসছে পরমব্রতর পরিচালনায় 'আবার হাওয়া বদল'। এবার এই গল্পের নতুন সংযোজন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। ছবি নিয়ে আজকাল ডট ইন-কে অনুষা বলেন, "এই গল্পে আমার চরিত্রটি একদম অন্যরকম। একজন স্বাধীনচেতা মেয়ে, যে কিনা বয়সের থেকে বেশি ম্যাচিওর। তার সঙ্গে রুদ্রদার একটা সম্পর্ক তৈরি হবে। এই গল্পে আমার চরিত্রটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তবে এর থেকে বেশিকিছু বলতে পারব না।"
ছবির গল্প আবর্তিত হবে দুই বন্ধু জিৎ এবং রাজর্ষিকে ঘিরে। একজন কলকাতায় থাকে, আরেকজন লন্ডনে। বহুদিন পর তাদের দেখা হয়। রাজর্ষি পেশায় একজন রকস্টার। সেই কলকাতায় থাকে। তার বিয়ে পাগল প্রেমিকাকে নিয়ে তার জীবনে ঝামেলার অন্ত নেই। অন্যদিকে লন্ডনে থাকে জিৎ। সে সেখানে ব্যবসা করতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। পরিবারকে ছাড়া একাই থাকে সে।
জীবনে এমন একটা কঠিন বাঁকে তাদের দেখা হয় লন্ডনের বঙ্গ সম্মেলনে। ধূমপান করতে গিয়ে বজ্রপাত। ব্যাস তারপর হাওয়া বদলে যা ঘটেছিল এখানেও তাই ঘটে যাবে। শরীর অদল বদল হয়ে যাবে তাদের।এমন অবস্থায় দুজন দুজনের জীবন যাপন করতে শুরু করে বিপুল কষ্ট নিয়ে। তারপর কী করে তারা আবার একে অন্যের শরীরে ফেরত আসে সেই গল্পই বলবে এই ছবি।
