নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী থেকে এবার প্রযোজকের দায়িত্বে অলকানন্দা গুহ, তবে তিনি একাই নন, সহ প্রযোজনায় রয়েছেন শুভদীপ গুহ রায়। পরিচালনার দায়িত্বে মনোজিত মজুমদার। এই কাজে বহুদিন বাদে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়।

ইতিমধ্যেই ৯টি এপিসোডের একটি মাইক্রো সিরিজের শুটিং সেরে ফেলেছে টিম। মূলত ভূতের গল্পের উপর ভিত্তি করে তৈরি এই মাইক্রো সিরিজটির শুটিং হয়েছে ইটাচুনা রাজবাড়িতে। প্রথমবার অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্ব সামলেছেন অলকানন্দা গুহ এবং শুভদীপ গুহ রায়। সিরিজটি পরিচালনা করছেন অলকানন্দার স্বামী টলিউডের পরিচিত পরিচালক মনোজিত মজুমদার।অন্যদিকে কালারস বাংলার ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী অন্বেষা, তবে এরপর আর তেমন ভাবে তাঁকে পর্দায় দেখা যায়নি। অবশেষে এই মাইক্রো সিরিজে দর্শক আবার দেখতে পাবেন অন্বেষাকে। প্রসঙ্গত, এই মুহূর্তে মাইক্রো সিরিজের চাহিদা বেশ বাড়ছে, অল্প সময়ের মধ্যে মোবাইলে এই ধরনের সিরিজ দেখতে পছন্দ করছেন দর্শকেরা। তাই নিজেদের প্রথম প্রযোজনার কাজ হিসেবে মাইক্রো সিরিজকেই বেছে নিয়েছেন অলকানন্দা ও শুভদীপ। এই মাইক্রো সিরিজ মুক্তি পাবে তাঁদের নিজের চ্যানেলেই। এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলকানন্দা, তবে এই ব্যস্ততার মাঝেই চালিয়ে যাচ্ছেন নিজেদের কাজও।