বলিউডে যখন ‘চুমু’ মানেই প্রেম, তখন বাড়িতে যতই অশান্তি হোক, বাবার চোখরাঙানি থাকুক না কেন, ইমরান হাশমি এটাকেই করে তুলেছিলেন নিজের ছবির একেবারে অবিচ্ছেদ্য অংশ! কিন্তু তারপর তা কেন শুধু থামিয়ে নয় একেবারে প্রায় ছেঁটে ফেললেন এই জনপ্রিয় অভিনেতা?
‘মার্ডার’, ‘জেহের’, ‘গ্যাংস্টার’, 'আশিক বনয়া আপনে', ‘জন্নত’ কিংবা ‘আকসার’— নাম বললেই চোখের সামনে ফুটে ওঠে ইমরান হাশমি আর তাঁর নায়িকার গ্লিসারিন-মাখা ঠোঁটে ঠোঁটে ডুবিয়ে দেওয়ায় চিরকালীন দৃশ্য! আর সেই সূত্রেই জন্ম সিরিয়াল কিসার-এর তকমা —যা তিনি আজও গর্বের সঙ্গেই বহন করে চলেছেন।
সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ইমরান বলেন— “ 'সিরিয়াল কিসার' তকমাটা এখন আমার নামের সঙ্গে পাকাপাকি এঁটে গিয়েছে। আমি বুঝে গিয়েছি, এটা আমার সিনেমাটিক আইডেন্টিটির অঙ্গ। আর আমি এটা আটকানোর কোনও চেষ্টা করব না।” অভিনেতা জানান, তিনি এটুকু বোঝেন যে ঠিক যেমন সলমন খান শার্ট খুললে দর্শক খুশি হন, ঠিক তেমনই ইমরান হাশমিকে চুমু না খেতে দেখলে দর্শক নিজেকে ঠকানো মনে করেন!

ইমরান একবার বলেছিলেন, তিনি যখন তাঁর অভিনীত ‘তুম মিলে’ ছবিটি প্রেক্ষাগৃহে দেখছিলেন, তখন ছবির একটি দৃশ্যে নায়িকা সোহা আলি খান-কে একটা ঘনিষ্ঠ দৃশ্যে চুমু না খাওয়ায় পাশের দর্শক কানে কানে বলে উঠল—“ইমরান হাশমি কি এই ছবিতে অসুস্থ নাকি?” এই ছোট্ট মজার ঘটনা থেকেই স্পষ্ট, দর্শকের চাহিদা ও প্রত্যাশার চাপ কতটা গভীরে গিয়ে বসে থাকে একজন অভিনেতার কাঁধে।মজা করে ইমরানের মন্তব্য—“প্রতিটা অভিনেতার কিছু না কিছু ‘ব্যাপার ’ থাকে যা দর্শক দেখতে চায়। আমার ক্ষেত্রে সেটা চুমু। এটা মজার জিনিস, অন্তত শার্ট খোলার চেয়ে অনেক বেশি মজাদার!"
বর্তমানে নতুন রূপে ইমরান শুধু ঠোঁটে ঠোঁট নয়, ছবিপ্রতি চরিত্রেও বৈচিত্র্য এনেছেন। ‘ঘনচক্কর’-এর মতো ছবিতে ইমরান নিজের ইমেজকে একেবারে বদলে ফেলেছিলেন। অ্যাকশন হিরো থেকে হাস্যকর, গম্ভীর, বিভ্রান্ত চরিত্রে ঢুকে পড়া—এরকম সাহসী চরিত্রও তাঁর ঝুলিতে কম নয়।
তা ইমরানের বাড়ির লোক কী বলেন তাঁর এই ‘চুমু কাহিনি’ নিয়ে? ইমরান হেসে বলেছিলেন—“আমার স্ত্রী আর বাবা মাঝে মাঝে দারুণ বিরক্ত হন। একেবারেই পছন্দ করেন না ব্যাপারটা। কিন্তু ওঁরা বোঝেন, এটা আমাদের সংসারের রুটি-রুজির পথ! ওঁরা হয়তো খুশি নন, কিন্তু বোঝেন আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি।”
সিরিয়াল কিসার হলেও, সিরিয়াস অভিনেতা—ইমরান জানেন, দর্শক কী খোঁজে, এবং তিনি সেটাই দেন, স্টাইল সহকারে! ‘চুমু’ হয়তো এখন চুটকি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই ইমেজই তাঁকে বলিউডে তৈরি করেছে এক অনন্য ব্র্যান্ড। এখন সময় এসেছে তাঁকে ফিরে দেখা নতুন চশমায়। যেমন তিনি নিজে বলেছিলেন—“এই বিষয়ে আমার রাজত্ব! তাই এরকম দৃশ্যে অভিনয় করা নিয়ে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। ”
অন্যদিকে, দিন কয়েক আগে ইমরান হাশমি ইনস্টাগ্রামে একটি রহস্যময় ছবি ভাগ করতেই অনুরাগীদের মধ্যে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লম্বা চুল, গম্ভীর মুখভঙ্গি এবং রক্তমাখা রুক্ষ লুকে। এই চেহারা দেখে অনেকেই ধারণা করছেন, এটি তাঁর ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলের ইঙ্গিত হতে পারে। ইমরান ছবিটি ভাগ করার পর থেকেই তাঁর অনুরাগীরা সমাজমাধ্যমে মন্তব্য করছেন—'শিবম ইজ ব্যাক!' নেটপাড়ায় প্রশ্ন উঠছে 'আওয়ারাপন ২ কি তবে আসছে?'
