সংবাদসংস্থা মুম্বই: পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য, নায়িকাকে ঠোঁটঠাসা চুমু মানেই উঠে আসে অভিনেতা ইমরান হাশমির নাম। বলিউডে এক সময় তাঁর জুটেছিল 'সিরিয়াল কিসার' তকমা। তবে ইমরান হাশমি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর 'সিরিয়াল কিসার' তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত তাঁর কেরিয়ারের একটি বড় অংশে এই তকমা এতটাই ব্যবহৃত হয়েছিল যে এটাই ইমরানের পরিচয় হয়ে দাঁড়ায়। ওই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "প্রতিটি ছবিতে অপ্রয়োজনীয়ভাবে কিছু দৃশ্য যোগ করা হতো।যার ফলে আমার নামের সঙ্গে এই তকমাটি জুড়ে দেওয়া হতো।"
ইমরান হাশমি আরও জানান, যদিও এই পরিচিতি মূলত তাঁর নিজেরই তৈরি। তাই অন্য কাউকে তিনি দোষ দেন না। তবে, যখন তিনি অভিনয়ে আরও গুরুত্ব পেতে চেয়েছিলেন তখন বাধা হয়ে দাঁড়ায় তাঁর 'সিরিয়াল কিসার' তকমা। যখন রোমান্টিক ঘরানার ছবি থেকে বেরিয়ে এসে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রস্তুত করতে চেয়েছিলেন, তখনও দর্শক তাঁর পুরনো সত্তার সঙ্গেই তুলনা করতেন।
ইমরান বলেন, "গল্পের খাতিরে অভিনেতাদের অনেক রকম চরিত্রে দেখা যেতে পারে। কিন্তু তাই বলে, এভাবে কাউকে একটা ধারার চরিত্রের তকমা দিয়ে দেওয়া ঠিক নয়। যখন আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করছি, ভিন্নধারার কাজে মনোনিবেশ করছি, তখন এই তকমাগুলো মনের জোর কেড়ে নিত। তাই অনেকদিন ধরেই অন্যধারার কাজ করার চেষ্টা করছি। যাতে দর্শক আমায় ভিন্ন চরিত্রে গ্রহণ করতে পারেন।"
