নিজস্ব সংবাদদাতা: এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। এবার এই ভাবনা নিয়ে আসছেন বাঙালি মেয়ে এহেসাস কাঞ্জিলাল। তাঁর প্রযোজনায় আসছে হিন্দি ছবি ছাবি। পরিচালনায় হৃষিক পট্টনায়ক।
গল্পে ওড়িশার এক প্রত্যন্ত গ্রামের মেয়ে ছাবি। পড়াশোনায় যেমন ভাল সে তেমন স্বভাবেও। গ্রামের প্রধান ইন্দ্রর মেয়ে সে। হঠাৎই ছাবির নৃশংস হত্যাকাণ্ডে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। ইন্দ্র অপরাধবোধে ভেঙে পড়ে, স্ত্রী নির্মলা শোকে দিশেহারা। এই ঘটনার তদন্তের ভার এসে পড়ে পুলিশ অফিসার বিরাজের উপর।
মামলা আদালতে পৌঁছয়। যেখানে সরকারি আইনজীবী রেবতী প্রমাণ হাজির করলেও প্রতিপক্ষ আইনজীবী সেগুলো নাকচ করতে থাকে। বিচার ব্যবস্থার ফাঁক গলে অপরাধী ছাড়া পেয়ে যায়। তবে কি বিচার পাবে না ছাবি? নাকি গল্পের মোড়ে লুকিয়ে রয়েছে অন্য কোনও সত্যি? উত্তর মিলবে ছবির গল্পে।
এই ছবিতে অভিনয়ে রয়েছেন মিকি মাখিজা, পরভিনা দেশপাণ্ডে, আনাইরা কুলকার্নি, শ্যাম মাশালকার ও সঞ্জয় গুরবক্সানি। 'মোজোটেল এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি।
এহেসাসের কথায়, "এই ছবিটি আমার খুব কাছের। ছবিটার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে এই গল্পটা খুব আবেগের। আমার চেষ্টা থাকে, সব সময় অজানা সত্যিকে পর্দায় ফুটিয়ে তোলার। আগামী দিনেও আরও নতুন কাজ নিয়ে আসব দর্শকের জন্য।"
প্রসঙ্গত, ৭ মার্চ মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'নানা হে'। এই ছবিরও প্রযোজনায় রয়েছে এহেসাস। পরিচালনায় সায়ন বন্দ্যোপাধ্যায়। ছবিতে অভিনয়ে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, শ্রীতমা দে, অঞ্জন কাঞ্জিলাল সহ আরও তারকাদের।
