আজকাল ওয়েবডেস্ক: গোমাংস নিয়ে বিতর্ক লেগেই আছে। চিত্রতারকারা সচরাচর এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে মুখ খুলতে চান না। কিন্তু জানেন কি, এক সময় গোমাংস খাওয়া নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছিলেন খোদ বলি-তারকা সলমন খান? একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছিলেন গোমাংস তিনি খান কি না। সম্প্রতি সেই সাক্ষাৎকারের একাংশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। গোমাংস খাওয়ার বিষয়ে সেদিন ঠিক কী বলেছিলেন ‘ভাইজান’?
২০১৭ সালে একটি হিন্দি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন সলমন। সেখানেই তাঁর খাদ্যাভ্যাস নিয়ে কথা ওঠে। স্বভাবসিদ্ধ মেজাজি ভঙ্গিতে ভাইজান বলেন, “আমি সবই খাই, কেবল গরু এবং শূকরের মাংস খাই না।” কেন খান না এই দুই ধরনের মাংস? সলমন বলেন, “গরু আমাদের মাতা, একথা আমি যেমন বিশ্বাস করি তেমনই আমার মাও বিশ্বাস করেন।” ব্যাখ্যা করে সলমন বলেন, “আমার মা হিন্দু এবং আমার বাবা মুসলমান। আমার দ্বিতীয় মা হেলেন খ্রিস্টান।” সব শেষে সলমন জানান, তাঁর মধ্যে গোটা ভারতবর্ষ নিহিত রয়েছে। তাই তিনি সব ধর্ম এবং সংস্কৃতিকে সম্মান করেন।
বর্তমানে সলমন খান অ্যাকশন ছবি ‘সিকন্দর’-এর শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন এআর মুরুগাদোস। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। চলতি বছর ঈদে মুক্তি পাবে এই ছবি।
