'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকের স্লট ঘোষণা হতেই চর্চা শুরু হয়ে যায়। প্রশ্ন উঠতে থাকে তবে কি 'জগদ্ধাত্রী' শেষ হচ্ছে? তিন বছরের সফরে ইতি পড়ছে? এই বিষয়ে যদিও অঙ্কিতা মল্লিক আজকাল ডট ইন কে স্পষ্ট জানিয়ে দেন তাঁদের কাছে এমন কোনও খবর নেই। এবার জানা গেল নতুন ধারাবাহিক আসায় 'জগদ্ধাত্রী' নয়, বরং কোপ পড়ল 'ফুলকি'র উপর। আড়াই বছরের মাথায় পথ চলায় ইতি টানতে চলেছে এই ধারাবাহিক। 

এই বিষয়ের সত্যতা যাচাই করতে 'ফুলকি' ওরফে দিব্যাণী মণ্ডলকে ফোন করতেই আজকাল ডট ইনকে তিনি শুটের মাঝেই জানালেন খবরটা সত্যি। ২৮ বা ২৯ নভেম্বর শেষ শুটিং হবে তাঁদের। ফলে হাতে আর ২ বা ৩ দিন। প্রথম কাজ শেষ হচ্ছে, সেই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, "৯০০ পর্বে শেষ হচ্ছে। ভাল লাগছে, খুবই ভাল লাগছে। কিন্তু একই সঙ্গে এতদিনের একটা সফর, অনেক স্মৃতি...। আমার প্রথম জার্নি এটা, প্রথম কাজ। প্রথম সব কিছু এখানেই শিখেছি, জেনেছি। 'ফুলকি'ই আমায় সব শিখিয়েছে। অনেক কিছু এখান থেকে জেনেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। এই ঘোর থেকে বেরোতে একটু সময় লাগবে, যেহেতু এটা আমার প্রথম ধারাবাহিক। তবে একটা জিনিস যখন শুরু হয়, তখন জানতামই এটা একদিন না একদিন শেষ হবে।  কিন্তু এতদিন চলল, দর্শকরা এখনও আমাদের এত ভালবাসে, এটা একটা বড় পাওনা। অনেক, অনেক, অনেক বড় পাওনা এটা।" 

এতদিনের অভ্যাস, চরিত্র ছেড়ে আসা। মিস করবেন না? ম্লান হেসে দিব্যাণী বলেন, "মিস করব, প্রতিটা মানুষকে মিস করব, কিন্তু কয়েকজনকে একটু বেশি মিস করব। আশা করব তাঁদের সঙ্গে অন্য কোথাও দেখা হবে, বাইরে দেখা হবে। প্রথমবার প্রথম কাজ শেষ হচ্ছে, একটা মন খারাপ তো তাই রয়েছেই। এই অনুভূতিটা বোঝানো যাবে না। এখনও শুট চলছে আমাদের, ব্যাঙ্কিং তুলতে হচ্ছে আমাদের। শেষ দিন কী হবে জানি না। এটা আমার প্রথম বাড়ি হয়ে উঠেছিল, এখানেই ১৩-১৪ ঘণ্টা থাকতাম। নিজের বাড়িটা দ্বিতীয় বাড়ি হয়ে গেছিল। সবার সঙ্গে এত বেশি জুড়ে গিয়েছিলাম... এটাই হয়তো বড় হয়ে যাওয়া। এবার এগোতে হবে।" 

তবে ছোটপর্দায় প্রথম কাজের সফর শেষ হলেও, আগামীতে তাঁকে বড়পর্দায় দেখা যাবে। এবং তা শীঘ্রই। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'এম্পেরোর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে দেখা যাবে তাঁকে। সেই সফরের আগে অভিনেত্রী এদিন বলেন, "আশা করব, দর্শকরা ফুলকি হিসেবে আমাকে যতটা ভালবাসা দিয়েছে, ওখানেও ততটাই দেবে। অনেক অনেক আগলে নেবে সেখানেও। আমিও চেষ্টা করব ভাল ভাল কাজ করার।" তাঁর আরও সংযোজন, "আমি খুব ভাগ্যবান যে প্রথম প্রজেক্টে এত ভাল মানুষদের সঙ্গে কাজ করলাম। পুরো টিম ভাল ছিল। প্রথম ছবিতেও সমস্ত গুণী শিল্পীরা রয়েছেন, সৃজিত স্যার রয়েছেন। ড্রিম প্রজেক্ট এটা, আমার ভাবনার বাইরে ছিল যে এঁদের সঙ্গে কাজ করব। আমি সত্যিই খুব ভাগ্যবান।" 

ছোটপর্দায় আবার কবে ফিরবেন দিব্যাণী? নতুন কোনও অফার পেলেন? নায়িকা জানালেন, দর্শকরা এতদিন তাঁকে এক চরিত্রে দেখেছেন, তাই কিছুটা সময় নেবেন। তারপর নতুন কাজ নিয়ে ফিরবেন।