নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে নতুন ছবির পরিচালনায় সুমন মৈত্র। সাহিত্যের গল্পের উপর কেন্দ্র করে আসছে তাঁর নতুন ছবি। তারই প্রযোজনা সংস্থা 'চিরসকিউরো'-এর ব্যানারে আসছে এই ছবি। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল।
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে, এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বলে জানান তিনি। সূত্রের খবর, নারীশক্তিকে কেন্দ্র করে বোনা হবে এই ছবির গল্প।
সেই সঙ্গে এই ছবিতে থাকবে পরিচালক ঋত্বিক ঘটকের ছোঁয়া। ২০২৫-এ এই বিশ্ব বরেণ্য পরিচালকের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করতেই সুমন মৈত্রর এই ছবির পরিকল্পনা।
ছবি জুড়ে থাকবে নতুন মুখের আধিক্য। সেই সঙ্গে থাকবেন ছোটপর্দার পরিচিত কিছু মুখ। যাঁদের এই প্রথমবার বড়পর্দায় দেখা যেতে চলেছে। জানা যাচ্ছে, এই তালিকায় রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা ব্রহ্ম, যাঁকে দর্শক 'গাঁটছড়া' ধারাবাহিকে দেখেছিলেন। এছাড়াও থাকছেন অভিনেতা রৌণক ভট্টাচার্য। স্টার জলসায় 'উড়ান'-এ দেখা গিয়েছে তাঁকে।
ছবিটি বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরে মুক্তি পাচ্ছে আগামী বছরেই। এর আগে মুক্তি পেয়েছিল সুমন মৈত্রর পরিচালনায় 'আবার অরণ্যের দিনরাত্রি' ছবিটি। বন্ধুত্বের গল্প আর পাহাড়ি সৌন্দর্য ফুটে উঠেছিল ছবিতে। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয় গল্প। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিতকে। সেখানেও নারী সত্বাকে তুলে ধরেছিলেন পরিচালক। এবারও ঋত্বিক ঘটকের আঙ্গিকে ১৯৬০ সাল থেকে ২০২৫-এর মধ্যে নারী শক্তির বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি আগামী ছবিতে।
