নিজস্ব সংবাদদাতা: জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার ফেডারেশনের কোপ ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ রায়ের উপর। চলছিল তাঁর নতুন ধারাবাহিক শুরুর প্রস্তুতি। আচমকাই শনিবার রাতে শোনা গিয়েছিল, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি তাঁর সঙ্গে অসহযোগিতা করছেন। তাঁরা কাজ করতে চাইছেন না।  

 

ফেডারেশন-ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্ব কি তবে ফের বাড়ল? মঙ্গলবার সমাজমাধ্যমে লাইভে এসে নিজের সঙ্গে হওয়া অবিচার নিয়ে মুখ খুললেন শ্রীজিৎ। লাইভে 'দাসানি ১'-এ সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন পরিচালক। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদেষ্ণা রায় পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শ্রীজিৎকে। 

 

সুদেষ্ণা রায়ের কথায়, "এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের শুটিং বন্ধ হয়েছে। তারপর যদিও কৌশিকের কাজ শুরু হলেও বাকিদের কাজ শুরুর কোনও ইঙ্গিত নেই। আমরা কাজ বন্ধের পক্ষপাতী নই। সব সময় মিলেমিশে কাজ করতে চেয়েছি। এইভাবে পরিচালকদের কাজ বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার কোনও মানে নেই। শ্রীজিতের অপরাধটা কী সেটা আমরা আগে জানতে চাই। যদি সত্যিই অপরাধ থাকে তাহলে আমরা প্রত্যেকে ক্ষমা চাইব। কথা বলে মিটমাট করতে চাই। তাই কালকের দিনটা পর্যন্ত অপেক্ষা করব, যদি কিছু সুরাহা হয়।"

 

অনির্বাণ ভট্টাচার্যর কথায়, "এইভাবে হুটহাট কাজ বন্ধ হলে টেকনিশিয়ানদেরও ক্ষতি। তাঁদের পেট চলে কাজ করে। আমরা অভিযোগ করে অশান্তি করতে চাই না। আলোচনা করে একটা বোঝাপড়ায় আসতে চাই।"