নিজস্ব সংবাদদাতা: জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার ফেডারেশনের কোপ ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ রায়ের উপর। চলছিল তাঁর নতুন ধারাবাহিক শুরুর প্রস্তুতি। আচমকাই শনিবার রাতে শোনা গিয়েছিল, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি তাঁর সঙ্গে অসহযোগিতা করছেন। তাঁরা কাজ করতে চাইছেন না।  

 


ফেডারেশন-ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্ব কি তবে ফের বাড়ল? মঙ্গলবার সমাজমাধ্যমে লাইভে এসে নিজের সঙ্গে হওয়া অবিচার নিয়ে মুখ খুললেন শ্রীজিৎ। লাইভে 'দাসানি ১'-এ সমবেত হওয়ার ডাক দিয়েছেন পরিচালক। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদেষ্ণা রায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন শ্রীজিৎকে। 

 


আজকাল ডট ইন-কে শ্রীজিৎ বলেন, "আর্ট সেটিং গিল্ড থেকে সেখানকার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন আমার সঙ্গে কাজ না করেন। কিন্তু তার পিছনে কী কারণ, তা এখনও জানানো হয়নি।" 

 


পরিচালকের দাবি, কোনও লিখিত নির্দেশ তাঁকে জানানো হয়নি। শিল্প নির্দেশক বিভাগের সদস্যদেরও কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। শ্রীজিৎ ডিরেক্টর্স গিল্ডের সদস্য। পরিচালকদের সংগঠনের কাছেও লিখিত ভাবে কিছুই জানানো হয়নি। পুরোটাই মৌখিক ভাবে বলা হয়েছে। অভিযোগ, শ্রীজিৎ নাকি ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন দ্বন্দ্বের সময় টেকনিশিয়ান-বিরোধী কিছু কথা বলেছিলেন। টেকনিশিয়ানরা তাতে আহত। এই কারণেই তাঁরা শ্রীজিতের সঙ্গে কোনও কাজ করবেন না।

 

পরিচালকের কথায়, "প্রথমেই পরিচালক হিসাবে ইন্ডাস্ট্রিতে আসিনি। লাইন প্রযোজক হিসেবে পেশাজীবনের শুরু। ২৫ বছর কাটিয়ে ফেললাম। প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছি। কোনও দিন আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শোনা যায়নি। বিনা নোটিশে আমার সঙ্গে এরকম করা হল কেন? এর উত্তর চাই।"


ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে তিনি অধরা।