সংবাদসংস্থা মুম্বই: ঠিক ১০ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত 'ম্যাগনাম ওপাস' ছবি 'বাহুবলী: দ্য বিগিনিং'। ভারতীয় চলচ্চিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল এই ছবিটি। মহেশমতি সাম্রাজ্যের এক অনন্য ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন নির্মাতারা। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল 'বাহুবলী- দ্য বিগিনিং' যার পরে ২০১৭ সালে মুক্তি পায় 'বাহুবলী ২'। সারা বিশ্বে ৯০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবিটি এবং বিশ্বজুড়ে মোট ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আর এটিই ছিল প্রথম ভারতীয় ছবি যা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস, রাণা দগ্গুবতী, অনুষ্কা শেট্টি এবং তমন্না ভাটিয়া।
এই ছবির দুটি ভাগই দর্শকের কাছে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। ছবির দশ বছর পূর্তিতে বাহুবলী ফ্র্যাঞ্চাইজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালক রাজামৌলি। ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'বাহুবলী'। তবে এবার দুটি পর্ব একত্রে, নাম দেওয়া হয়েছে 'বাহুবলী- দ্য এপিক'। এই বিশেষ এডিশনটি আগামী ৩১ অক্টোবর ২০২৫ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরও পড়ুন: কপিল শর্মার ক্যাফেতে ভয়ঙ্কর হামলা! চলল গুলিবর্ষণ, কেমন আছেন জনপ্রিয় কমেডিয়ান?
ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন এস এস রাজামৌলি এই ছবির ১০ বছর পূর্তির কথা স্মৃতিচারণ করেছেন, এদিন তিনি লেখেন, 'বাহুবলী: আমাদের অনন্য যাত্রার শুরু, অগণিত স্মৃতি, এ যেন এক অন্তহীন অনুপ্রেরণা। ১০ বছর পার হয়ে গেল। দুই পর্বের সম্মিলিত চলচ্চিত্র 'বাহুবলী- দ্য এপিক'-এর মাধ্যমে এই বিশেষ মাইলফলকটি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। ৩১ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসছে।'
এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'কয়েকদিনের মধ্যেই বাহুবলী মুভি দ্য বিগিনিং-এর প্রেক্ষাগৃহে মুক্তির ১০ বছর পূর্ণ হবে। মুক্তির আগের এই সময় এবং মুক্তির কয়েক দিন পরের সময়গুলি সবথেকে বেশি উত্তজেনাপূর্ণ ছিল, এটি এমন এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা আমি এবং ছবিটির সঙ্গে জড়িত আমরা সকলেই অনুভব করেছিলাম।'
নতুনভাবে 'বাহুবলী' আসার খবরে উত্তেজিত দর্শক মহল। যদি এই ছবির প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা ইনস্টাগ্রামে একটি ভাগ করে চলতি বছর এপ্রিলেই পুণরায় মুক্তির ঘোষণা করেছিলেন। সেই সময় ছবির পোস্টার ভাগ করে তিনি লিখেছিলেন, ‘আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে আমরা খুব আনন্দিত যে এই বছরের অক্টোবর মাসে বাহুবলী ছবিটি ভারতে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুনঃপ্রকাশের পরিকল্পনা করেছি। এটি কেবল পুনঃপ্রকাশ হবে না, এটি আমাদের প্রিয় দর্শকের জন্য উদযাপনের একটি বছর হবে। আপনাদের নস্টালজিক করে তুলতে আমাদের এই পদক্ষেপ। সঙ্গে থাকবে কিছু চমক। সঙ্গে থাকুন।’
