সংবাদসংস্থা মুম্বই: ঘোর বিপাকে 'বাহুবলী'র পরিচালক এসএস রাজামৌলি। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শ্রীনিবাস রাও নামে এক ব্যক্তি তাঁর 'সুইসাইড নোটে' বিস্ফোরক অভিযোগ আনেন পরিচালকের বিরুদ্ধে। নিজেকে রাজামৌলির ৩৪ বছরের পুরনো বন্ধু বলেও দাবি করেন তিনি। জানান, এক মহিলাকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে অশান্তির সূত্রপাত।
শ্রীনিবাসের দাবি অনুযায়ী, পরিচালক নাকি তাঁর উপর মানসিক অত্যাচার করেছেন। রাজামৌলিই নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ। শ্রীনিবাস সুইসাইড নোটের সঙ্গে একটি ভিডিওতে নিজের বয়ান জানিয়ে গিয়েছেন। তিনি বলেন, "আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনও উপায় নেই। ওর জন্যই ৫৫ বছর বয়সেও আমি একা থেকে গিয়েছি। 'যমদোগনা' ছবি পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু এক মহিলার জন্য আমার জীবন ও নষ্ট করে দিয়েছে।"
তিনি জানান, রাজামৌলির সঙ্গে বন্ধুত্ব থাকলেও ত্রিকোণ প্রেমের জেরে নাকি বন্ধুত্বে তিক্ততা শুরু হয়। এই মহিলার প্রতি প্রেম ছিল রাজামৌলির। পরে শ্রীনিবাসও মহিলার প্রেমে পড়েছিলেন। কিন্তু বন্ধুত্বের কথা মাথায় রেখে পিছিয়ে এসেছিলেন শ্রীনিবাস। তা সত্ত্বেও রাজামৌলি তাঁকে সন্দেহের চোখে দেখতে থাকেন। এমনকী রাজামৌলি তাঁকে মানসিক অত্যাচারও করতেন বলে অভিযোগ। শ্রীনিবাসনের বয়ান অনুযায়ী, পরিচালক তাঁর উপর কালো জাদুও করেছেন।
