প্রয়াত হলেন অমিতাভ বচ্চন অভিনীত কালজয়ী ছবি ডন-এর পরিচালক চন্দ্র বরোট। বয়স হয়েছিল ৮৬।  বলিউডের কালজয়ী থ্রিলার ‘ডন’—যা আজ এক সফল ফ্র্যাঞ্চাইজি—সেই সিনেমার মূল রূপকার চন্দ্র বরোট আর নেই। মুম্বইয়ের বান্দ্রার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান পরিচালক। চন্দ্র বরোটের স্ত্রী, দীপা বরোট, এই খবর নিশ্চিত করে জানান—“গত সাত বছর ধরে উনি পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন। চিকিৎসা চলছিল গুরু নানক হাসপাতালের ডঃ মনীশ শেঠির অধীনে। এর আগে জসলোক হাসপাতালেও ভর্তি ছিলেন।”

 

চন্দ্র বরোটের প্রয়াণে প্রথম শ্রদ্ধাজ্ঞাপন করেন বলিউড পরিচালক ও অভিনেতা ফারহান আখতার, যিনি নিজেই ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির উত্তরসূরি। ইনস্টাগ্রামে চন্দ্র বরোট ও অমিতাভ বচ্চনের পুরনো ছবি শেয়ার করে ফারহান লেখেন—“ আসল ডন ছবির পরিচালক আমাদের মধ্যে আর নেই। শুনে খুবই খারাপ লাগছে। শান্তিতে ঘুমোন চন্দ্র বরোটজি। ওঁর পরিবারকে জানাই আমার সহমর্মিতা।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Farhan Akhtar (@faroutakhtar)