সংবাদসংস্থা মুম্বই: ‘রকস্টার’, ‘লভ আজ কাল’, ‘তামাশা’, ‘হাইওয়ে’-ইমতিয়াজ আলির পরিচালিত ছবির ধরন এবং বক্স অফিস সাফল্য বহু পরিচালকের কাছেই ঈর্ষণীয়।  সম্প্রতি, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এ অভিনেতা ভূমি পেডনেকার এবং বাণী ত্রিপাঠির সাথে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সভা চলাকালীন, শুটিং সেটে অভিনেত্রীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরির গুরুত্ব সম্পর্কে কথা বললেন ইমতিয়াজ। 

 

ইমতিয়াজ জানান, তিনি প্রায় দু'দশকের উপর বলিউডে কাজ করছেন এবং সেই অভিজ্ঞতার দরুণ তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রি মহিলা শিল্পীদের অত্যন্ত সম্মান করে। এরপরেই তিনি জোর গলায় আরও জানান, তাঁর সেটে মহিলাদের সঙ্গে ভদ্র ব্যবহার না করার দরুণ তিন-তিনবার তিনি তাঁর একাধিক ক্রু-সদস্যদের সেট থেকে বের করে দিয়েছিলেন! এই কথার প্রসঙ্গ টেনে তিনি উদাহরণ দেন 'হাইওয়ে' ছবির শুটিং চলাকালীন একটি ঘটনার। 

 

 

ইমতিয়াজ জানান, ওই ছবির শুটিংয়ের সময় তাদের ইউনিটে সেরকম উন্নতমানের ভ্যানিটি ভ্যান ছিল না। ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছবির শুটিংয়ের সময় বাধ্য হয়েই খোলা আকাশের নীচে, ঝোপের আড়ালে বহুবার পোশাক পরিবর্তন করতে হয়েছিল আলিয়াকে। করেছিলেন শৌচকর্মও! এরকমই এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছবির শুটিংয়ের সময় বাধ্য হয়েই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছিল আলিয়া ভাটকে। নিরাপদ জায়গা দেখে অভিনেত্রী যখন শৌচকর্ম করতে গিয়েছে, সেই সময়ে ছবির শুটিংয়ের এক ক্রু-সদস্য ইচ্ছে করেই সেখানে যাওয়ার চেষ্টা করেছিল! তা নজরে পড়ামাত্রই ওই ব্যক্তিকে সেইমুহূর্তে কাজ থেকে বের করে দেন ইমতিয়াজ। 

 

এরপর ইমতিয়াজ জানান যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিবর্তন এসেছে। প্রায় খোলনলচে বদল হয়েছে।  এখন বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য খুব নিরাপদ জায়গা। ‘হাইওয়ে’ ছবির শুটিংয়ের ওই ঘটনার মতো ওরকম আর কোনও অনভিপ্রেত ঘটনা আর ঘটে না। তাঁর দাবি, যে সেটে পুরুষ সদস্যদের আধিক্য রয়েছে সেখানেও মহিলা-শিল্পীদের শুধু সম্মান ও যত্ন করাই নয়, দেওয়া হয় মানসিকভাবে নিরাপত্তাও।