ভারতীয় সিনেমায় প্রযুক্তির ঝড় এখন প্রবল। মঙ্গলবার প্রযোজনা সংস্থা আবুদান্তিয়া এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালেকটিভ মিডিয়া নেটওয়ার্ক ঘোষণা করল— তাঁরা তৈরি করতে চলেছেন ‘হনুমান’ নিয়ে এক নতুন ছবি। কিন্তু এখানেই আসল চমক— ছবিটি তৈরি হবে একেবারে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই (Artificial Intelligence – AI)-এর সাহায্যে!

 

আর এই ঘোষণার পরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে বলিউডে। শিল্পী ও চলচ্চিত্রকারদের একাংশ মনে করছেন, এভাবে সিনেমা তৈরি করলে মানবিক সৃজনশীলতার জায়গা চরমভাবে ক্ষুণ্ণ হবে। সবচেয়ে জোরালো ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

 

অনুরাগ কাশ্যপের বিস্ফোরণ: ‘তোমার জায়গা নর্দমায়’

 

‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো কাল্ট ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক লম্বা নোট লিখে তীব্র আক্রমণ করেন কালেকটিভ মিডিয়া নেটওয়ার্ক-এর সিইও বিজয় সুব্রামনিয়ামের দিকে। এই সংস্থা আবার অভিনেতা, লেখক, পরিচালক— সবার প্রতিনিধিত্ব করে থাকে।

 

কাশ্যপের কটাক্ষ—“অভিনেতা-পরিচালকদের প্রতিনিধিত্ব করার নামে টাকা কামানোই এই সংস্থাগুলোর আসল লক্ষ্য। যখন শিল্পীদের দিয়ে পর্যাপ্ত রোজগার হয় না, তখন তারা বেছে নেয় শর্টকাট— আর এ বার সেই শর্টকাটের নাম এ আই। অভিনয়, গল্প, আবেগ— সবকিছুর জায়গা নিচ্ছে যন্ত্র।”

 

এখানেই থামেননি অনুরাগ। তিনি আরও লেখেন—“যে কোনও অভিনেতা বা শিল্পী যার সামান্যও মেরুদণ্ড আছে, তাঁর এখনই এই এজেন্সি ছেড়ে দেওয়া উচিত। কারণ এই সংস্থা প্রমাণ করে দিয়েছে— তোমরা এআই-এর কাছে টেক্কা দিতে পারবে না। এই ভবিষ্যৎ তাদের জন্য, যারা শিল্পীর নামধারী হলেও ভেতরে ভেতরে কাপুরুষ। ওয়েল ডান, বিজয় সুব্রামনিয়াম। তোমার নামে চুন কালি দেওয়াও যথেষ্ট নয়। তোমার আসল জায়গা নর্দমায়! ”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anurag Kashyap (@anuragkashyap10)