হাসপাতালে চিকিৎসাধীন ধর্মেন্দ্র। শ্বাসজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সোমবার রাত থেকে সমানে গুজব ছড়াতে থাকে যে অভিনেতা নাকি প্রয়াত হয়েছেন। যদিও মঙ্গলবার সকালে এই গুজবকে নস্যাৎ করে দেন হেমা মালিনী এবং এষা দেওল। আর তারপর থেকেই চর্চায় উঠে এসেছে হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর সম্পর্কের কথা।
রামকমল মুখোপাধ্যায়ের লেখা 'হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল' বইতে ধর্মেন্দ্রর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেখানে উঠে এসেছিল তাঁর অন্যতম কাছের বন্ধু ডিম্পল কাপাডিয়ার প্রসঙ্গও।
উক্ত বইতে হেমা মালিনী জানিয়েছেন, একবার নিতান্ত বিরক্ত হয়ে ডিম্পল কাপাডিয়া হেমা মালিনীকে বলেছিলেন যে ধর্মেন্দ্র নাকি তাঁকে কখনই বিয়ে করবেন না। ডিম্পল কাপাডিয়া যখন রাজেশ খান্নার সঙ্গে প্রেম করছেন, সেই সময় প্রয়াত অভিনেতা শুটিংয়ে ব্যস্ত থাকতেন সারাদিন। বিকেলে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিতেন, মদ খেতেন। কোনও সঙ্গী ছিল তাঁর। ফলে চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময় ডিম্পল কাপাডিয়া। অন্যদিকে হেমা মালিনী নিজেও একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ধর্মেন্দ্র ততদিনে বিবাহিত। যদিও হেমা এবং ধর্মেন্দ্রর সম্পর্কের কথা জানাজানি হয়ে গিয়েছিল, কিন্তু ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। এমন সময়ই হতাশা, বিরক্তি থেকেই ডিম্পল হেমাকে বলেছিলেন, 'দেখো এই লোকটা তোমায় কখনও, কোনওদিন বিয়ে করবে না। তুমি বরং বসে ঠান্ডা মাথায় ভাব যে এটা নিয়ে কী করবে।'
তবে তেমন কিছু ঘটেনি। ডিম্পল কাপাডিয়ার আশঙ্কাকে ভুল প্রমাণ করে ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাঁদের দুই কন্যা সন্তানও হয় এষা এবং অহনা।
প্রসঙ্গত ১০ নভেম্বর গভীর রাতে, ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে পৌঁছন শাহরুখ খান, সলমন খান, আরিয়ান খান, গোবিন্দা, প্রমুখ। সানি দেওলকেও গম্ভীর মুখে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হতেই অনেকের মনেই প্রশ্ন জাগে তবে কি বর্ষীয়ান অভিনেতা আর নেই? ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। তবে মঙ্গলবার সকালবেলায় হেমা মালিনী এবং এষা দেওল জানান অভিনেতা স্থিতিশীল আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ছয় দশকের বেশি সময় ধরে কাজ করেছেন পাঞ্জাবের মনসপুত্র। উপহার দিয়েছেন শোলে (১৯৭৫), চুপকে চুপকে (১৯৭৫), ইঁয়াদো কি বারাত (১৯৭৩), ইত্যাদির মতো ছবি। কাজ করেছেন রকি অর রানি কী প্রেম কাহানি, ইক্কিস এর মতো ছবিতেও। যদিও ইক্কিস এখনও মুক্তি পায়নি। আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে সেই ছবি।
