সংবাদ সংস্থা মুম্বই: বিখ্যাত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ-কে ঘিরে যখন তুঙ্গে বিতর্ক, ঠিক তখনই এক ইনস্টাগ্রাম ভিডিওতে অভিনেতা-গায়ক নিজেই জানিয়ে দিলেন, তিনি এখনও ‘বর্ডার ২’ ছবির অংশ। সে ছবির শুটিং ফ্লোর থেকে সেই ভিডিও প্রকাশ করে দিলজিৎ কার্যত নিজের বাদ পড়ার গুজবকে উড়িয়ে দিলেন। একদিকে যেখানে তাঁর উপস্থিতির কারণে ছবি ঘিরে ঝড় উঠেছিল, অন্যদিকে এ দিন স্পষ্টভাবে জানা গেল, ‘বর্ডার ২’-এর নির্মাতারা এখন সরকারি ছাড়পত্র নিয়ে ছবিটি মুক্তি দিতে পারবেন—দিলজিৎ-সহ পুরো কাস্ট রেখেই।
এফডব্লিউআইসিই অর্থাৎ FWICE (Federation of Western India Cine Employees)-এর সভাপতি বি এন তিওয়ারি বলেছেন, “আমরা টি-সিরিজ-এর সঙ্গে তিন-চারটি বৈঠক করেছি। তারা জানিয়েছে, ছবির কাজ প্রায় শেষ। দিলজিৎ-কে নিয়ে কেবল দু’-তিন দিন শুটিং বাকি। যেহেতু এই ছবিতে কোনও পাক শিল্পী নেই এবং এটি একটি দেশপ্রেমমূলক সিনেমা, তাই আমরা ছবিটির নির্মাণে ছাড়পত্র দিয়েছি।”
একই সঙ্গে ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত বলেছেন, “ভূষণ কুমার স্পষ্ট জানিয়েছেন—এই বড় স্টারকাস্টের রি-শুট অসম্ভব, তাতে শুধু ক্ষতির সম্ভাবনা নয়, ছবির মুক্তিও পিছোত। আমরা কোনও প্রযোজককে হয়রান করতে চাই না। তাই আমরা সম্মতি দিয়েছি। কিন্তু... দিলজিতের সঙ্গে অ-সহযোগিতা চলবেই।”
