'দিদি নম্বর ওয়ান'-এ খেলতে আসছে টিম 'নারী চরিত্র বেজায় জটিল'। বড়পর্দায় ছবি মুক্তি পাওয়ার আগে তার প্রমোশনের পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক হাঁড়ির খবর ফাঁস করে দেবেন তারকারা। 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে 'নারী চরিত্র বেজায় জটিল' ছবির শিলাজিৎ মজুমদারের গাওয়া ভাইরাল এবং হিট গান 'ডান্ডা ২.০' গানটিতে নাচ করছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। এরপরই খেলার মাঝে অঙ্কুশ হাজরার থেকে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় জানতে চান তাঁরা কবে বিয়ে করছেন। কিন্তু সেই প্রশ্নের জবাব না দিয়ে কেবল ঢোঁক গেলেন অভিনেতা। ঐন্দ্রিলা প্রেমিককে খোঁচা দিলেও, নিজেও জানান না যে কবে ছাদনাতলায় যাচ্ছেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। তাঁরা আদতেই যেন টলিউডের পাওয়ার কাপল। তাঁদের রসায়ন, খুনসুটি অনুরাগীদের কাছে কাপল গোল। কিন্তু এখনও সাতপাকে বাঁধা পড়েননি তাঁরা। প্রশ্ন উঠলে তা এড়িয়ে যান দুজনেই। 

'দিদি নম্বর ওয়ান' -এর নতুন প্রোমোতে দেখা যাচ্ছে হেডফোন রাউন্ডে যখন রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন অঙ্কুশ কেমন ছেলে তখন জবাবে ঐন্দ্রিলা সেন দেবের 'রোমিও' ছবি থেকে টাইটেল ট্র্যাকের দুটো লাইন গেয়ে শোনান, বলেন, 'লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও।' তবে সবটাই তিনি কানে যে গান শুনছেন সেটা শুনে বলেছেন। প্রেমিককে আদতেই এই উপমা দিয়ে ব্যাখ্যা করেননি। 

প্রসঙ্গত 'দিদি নম্বর ওয়ান' সোম থেকে শনিবার পর্যন্ত বিকেল সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হয়। আর রবিবার সানডে ধামাকা পর্ব রাত আটটা থেকে দেখা যায় জি বাংলার পর্দায়। বাংলার অন্যতম পুরনো, এবং ধারাবাহিক ভাবে চলে আসা বাংলা রিয়েলিটি শো হল দিদি নম্বর ওয়ান, যা বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। 'নারী চরিত্র বেজায় জটিল' ছবির কলাকুশলীদের নিয়ে এই বিশেষ পর্ব আগামী রবিবার ৪ জানুয়ারি দেখা যাবে। 

'নারী চরিত্র বেজায় জটিল' ছবিটি প্রসঙ্গে বলতে গেলে এই ছবিতে একজন ওয়েডিং প্ল্যানার হিসেবে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন ঐন্দ্রিলা সেন, ঈপ্সিতা মুখোপাধ্যায়, অনসূয়া মজুমদার, সোহিনী সেনগুপ্ত, প্রমুখ। আগামী ৯ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। এটি একটি রমকম হতে চলেছে।