রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ এখনো বক্স অফিস এবং আলোচনার শীর্ষে। মুক্তির পর থেকেই যেমন দর্শক ছবির প্রশংসায় পঞ্চমুখ, তেমনই একাংশ নেটিজেন ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে সমালোচনাও করছেন। সেই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এলেন ইউটিউবার ধ্রুব রাঠী।‘ধুরন্ধর’ ছবির ট্রেলার দেখে কড়া ভাষায় নিন্দা করলেন এই খ্যাতনামা ইনফ্লুয়েন্সার। 

 

তিনি একটি টুইটে দাবি করেন, “একটাই ইউটিউব ভিডিও যথেষ্ট এই ৩০০ কোটির প্রোপাগান্ডা সিনেমাকে ধূলিসাৎ করার জন্য।” সঙ্গে যোগ করেন, “আপনাদের জোর গলায় বলছি, এই ভিডিওটা দেখার পর ‘ধুরন্ধর’ নিয়ে আপনার অত্যন্ত খারাপ ধারণা জন্মাবে… ”

?ref_src=twsrc%5Etfw">December 20, 2025

 

এই টুইট ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল তর্ক-বিতর্ক, ট্রোলিং থেকে সমালোচনা, সবই চলতে থাকে। এরপর আরেকটি টুইটে ধ্রুব আবার লেখেন, “এখন থেকেই কান্নাকাটি শুরু করে দিলে? আহা একটু দাঁড়াও, একটুখানি এখনও অপেক্ষা করো!”

 

যদিও অনেকে ছবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আক্রমণ করছেন, তবুও নির্মাতারা এসব সমালোচনায় সাড়া না দিয়ে ছবির ইতিবাচক প্রতিক্রিয়াতেই মনোযোগী। এদিকে, ধুরন্ধরের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন যে ছবিটি দেখে তিনি দারুণ উপভোগ করেছেন এবং নির্মাতার উদ্দেশ্য ও সাহসকে শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁর বক্তব্য, এই ছবি যেমন শক্তিশালী, তেমনই বিষয়বস্তুর দিক থেকেও ‘তৃপ্তিদায়ক’। পরিচালকের প্রশংসা করতে গিয়ে তিনি নির্মাতা আদিত্য ধর ও অভিনেত্রী ইয়ামি গৌতমকেও অভিনন্দন জানান।

 

 

ছবির গল্প আবর্তিত হয়েছে এক ভারতীয় গুপ্তচরের চারপাশে, যিনি পাকিস্তানে অনুপ্রবেশ করে সন্ত্রাসবাদী চক্রের ভেতরে থেকে ভারতের বিরুদ্ধে চলা ভয়ংকর চক্রান্তের খবর দেশে পৌঁছে দেন। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খন্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর. মাধবনসহ আরও অনেকে। পরিচালনা করেছেন আদিত্য ধর। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই ভারতে ১৬ দিনের মাথায় আয় ছাড়িয়েছে ৫১৭.২৫ কোটি টাকা, আর বিশ্বব্যাপী সংগ্রহ প্রায় ৭৯০.৭৫ কোটি টাকা।

 

মোট কথা, একদিকে বক্স অফিসে ঝড়, অন্যদিকে সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক দুই কেন্দ্রে এখন ধুরন্ধর। ছবির সাফল্য ও ঘিরে থাকা বিতর্ক যে এখানেই থেমে যাচ্ছে না, তা-ও স্পষ্ট।