নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'রোশনাই'-এর জনপ্রিয়তা শুরু থেকেই ব্যাপক। মাঝে নায়িকার মুখ বদল হওয়ায় দর্শক একটু মুষড়ে পড়লেও এখন নিত্য নতুন মোড়ে আবারও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই মেগা।
আরণ্যক-রোশনাই ও গরিমার জীবনের নানা মোড় নিয়ে এগোয় গল্প। আরণ্যক ও রোশনাই-এর মিল হয় না হাজার চেষ্টাতেও। বারবার তাদের ভুল বোঝাবুঝি বা জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে দূরত্ব তৈরি হয়। এর মাঝে আরণ্যকের ভালবাসা পাওয়ার জন্যে মরিয়া গরিমা। কিছুতেই সে আরণ্যককে রোশনাই-এর জন্য ছাড়বে না। এদিকে, আরণ্যক গরিমার প্রতি দায়িত্ববোধ থেকেই তাকে দূরে সরাতে পারে না। আবার রোশনাইকেও ভুলতে পারে না। এই নিয়ে এগোচ্ছে গল্প।
আর কিছুদিনের মধ্যেই নাকি ইতি টানছে এই মেগা, খবর এমনটাই। তবে এর মাঝেই গল্পে আসছে নতুন মোড়। দেখা যায়, কিডন্যাপ হয়ে যায় রোশনাই। আর তাকে উদ্ধার করে করবে আয়ুষ। এই চরিত্রে দর্শক দেখবেন ধ্রুবজ্যোতি সরকারকে। আয়ুষ, ঘটনাচক্রে রোশনাইকে তাদের বাড়িতে নিয়ে আসবে।
এদিকে, বাড়ির মেজছেলে দীনেশ বিষয়টা মোটেই ভাল চোখে দেখে না। এই চরিত্রে দর্শক দেখবেন নীলাঞ্জন দত্তকে। নতুন পরিবারে এসে রোশনাই-এর জীবন কোন খাতে বইবে এখন সেটাই দেখার।
