কয়েক দিনের ব্যবধানে ফের হাসপাতালে ধর্মেন্দ্র। সোমবার বর্ষীয়ান অভিনেতাকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সূত্রের খবর, রবিবার সকালে তিনি হালকা শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপরই পরিবারের সদস্যরা তাঁকে সোমবার হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়ালেও পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ধর্মেন্দ্র এখন স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে অভিনেতার বড় ছেলে সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, “ধর্মেন্দ্র স্থিতিশীল এবং বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা নিয়মিত তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখছেন। অতিরিক্ত কোনও উদ্বেগের কারণ নেই। আমরা সকলকে অনুরোধ করছি, ভক্তরা যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন এবং পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানান।”

একইসঙ্গে অভিনেতার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন হেমা মালিনীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আপনাদের সকলের ভালবাসা ও উদ্বেগের জন্য ধন্যবাদ। ধর্মেন্দ্রজি হাসপাতালে রয়েছেন, কিন্তু তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা সবসময় তাঁর যত্ন নিচ্ছেন এবং আমরা সবাই তাঁর সঙ্গে আছি। দয়া করে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।" ভক্তদের কোনও গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “চিন্তার কিছু নেই।” পরিবারের পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে যে, অভিনেতাকে শুধু নিয়মিত পর্যবেক্ষণের জন্যই ভর্তি রাখা হয়েছে।

 

ইতিমধ্যে ধর্মেন্দ্রের দুই পুত্র সানি দেওল ও ববি দেওল, এবং তাঁর নাতিরা করণ ও রাজবীর দেওলও হাসপাতালে পৌঁছে গেছেন। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “ধর্মেন্দ্র এখনও কথা বলছেন এবং চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। তাঁকে বিশেষ কক্ষে রাখা হয়েছে এবং নিয়মিত মেডিক্যাল চেকআপ চলছে।” চিকিৎসক সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। কিছুদিন পর্যবেক্ষণের পরেই বাড়ি ফিরতে পারবেন তিনি।


সপ্তাহ ঘুরতেই ফের ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি হওয়ায় নতুন করে চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা। অনেকেই প্রার্থনা বার্তা পাঠাতে থাকেন, আবার কেউ কেউ পুরনো ছবি ও সংলাপ শেয়ার করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।


ধর্মেন্দ্রর বয়স এখন ৯০-এর কাছাকাছি। এমন বয়সে শরীরের ছোটখাটো অসুবিধাও কখনও কখনও বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। কয়েক বছর আগেও তাঁকে একবার ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবুও বয়সকে হার মানিয়ে ধর্মেন্দ্র আজও সক্রিয় মুখ বলিউডের ‘হি-ম্যান’।

সাম্প্রতিক সময়ে ধর্মেন্দ্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করে আবারও দর্শকের মন জয় করেছেন। পর্দায় তাঁর উপস্থিতি আজও অমলিন। এককথায়, বলিউডের ‘চিরসবুজ নায়ক’ ধর্মেন্দ্র। বর্ষীয়ান এই অভিনেতা আজও দারুণ জনপ্রিয় দর্শকমহলে। চলচ্চিত্র জগতের সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। ধর্মেন্দ্রর প্রাণশক্তি ও ইতিবাচকতা এখনও অনেক তরুণ অভিনেতার অনুপ্রেরণা। ভক্তদের আশা, তাঁদের প্রিয় অভিনেতা আবারও হাসিমুখে পর্দায় ফিরবেন, আগের মতোই সুস্থ ও প্রাণবন্ত হয়ে উঠবেন।