নিজস্ব সংবাদদাতা: কমিক্সের দুনিয়ায় টিনটিন আর কুট্টুস ছোট থেকে বড় সবার মন জয় করেছে। চিরকালের পছন্দের এই কমিক সিরিজটি ফরাসি ভাষায় সর্বপ্রথম আত্মপ্রকাশ ঘটে। ধারাবাহিকভাবে মোট ২৪টি কমিক্সে প্রকাশিত এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিরিজটি বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা জনপ্রিয় ইউরোপীয় কমিকসগুলির অন্যতম। মোট ৫০টিরও বেশি ভাষায় অনূদিত এই সিরিজের বইয়ের কপি বিক্রির সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গিয়েছে।
আবারও সবার মনোরঞ্জন করতে আসছে টিনটিন ও কুট্টুস। তবে এবার বড় পর্দায় দর্শক দেখবে তাদের 'অ্যাডভেঞ্চারাস জার্নি'।
পরিচালক অংশুমান প্রত্যুষের হাত ধরে আসছে এই ছবি, প্রযোজনায় রয়েছে সপ্তর্ষি সেন এবং শুভদীপ ভৌমিক। ছবির নাম 'কুট্টুস'। মিষ্টি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখার্জীকে। সঙ্গে নায়িকার চরিত্রে থাকছেন বলিউডের হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ।
ছবিতে কুট্টুসের চরিত্রে দেখা যাবে যে সারমেয়কে, বর্তমানে সেই সবচেয়ে বড় তারকা। বলিউড থেকে টলিউডে আসছে সে। এখন পর্দার কুট্টুসের শুটিংয়ের তারিখ না মেলায় আটকে রয়েছে ছবির কাজ।
