সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'কালাম'-এর চরিত্রে ধনুষ
কান চলচ্চিত্র উৎসবে ঘোষণা হল ধনুষের নতুন ছবির। এবার প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বায়োপিকে মুখ্য চরিত্রে তিনি। ছবির নাম 'কালাম', পরিচালনায় ওম রাউত ও প্রযোজনায় অভিষেক আগরওয়াল। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম পোস্টার।
'রাজা শিবাজী'র বেশে রিতেশ
'ছত্রপতি শিবাজী মহারাজ'কে নিয়ে কেন্দ্র করে ছবি তৈরি করছেন রিতেশ দেশমুখ। এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতার। মুখ্য চরিত্রে তিনিই। বুধবার সামনে এল ছবির প্রথম পোস্টার। আগুনের মাঝে তেজস্বী রূপে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রিতেশকে। বীর যোদ্ধার বেশে তাঁর প্রথম ঝলক সামনে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন, ফারদিন খান, জিতেন্দ্র যোশী, জেনেলিয়া দেশমুখ। সামনে এসেছে ছবি মুক্তির দিনক্ষণও। ২০২৬-এর ১মে-তে মুক্তি পাচ্ছে 'রাজা শিবাজী। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লাম এই পাঁচ ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি।
কান-এ সিঁথি রাঙালেন ঐশ্বর্য
বুধবার রাত থেকেই ঐশ্বর্যর কান লুক নিয়ে সরগরম নেটপাড়া। পরনে দুধসাদা ও সোনালি-রুপোলি জরির মিশেলে মনীশ মালহোত্রার তৈরি ডিজাইনার বেনারসি শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও রাজকীয় রূপে ঐশ্বর্য রাই বচ্চন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ঐশ্বর্যর সিঁথির লাল সিঁদুর।
'অপারেশন সিঁদুর'-এর আবহে ঐশ্বর্য রাই বচ্চন কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় সিঁথি রাঙিয়ে যেতেই নেটপাড়ায় কৌতূহল শুরু। তাহলে কি ভারত সরকারের সংশ্লিষ্ট পদক্ষেপকে সম্মান জানাতেই সিঁদুরে সিঁথি রাঙিয়েছেন? উঠছে প্রশ্ন।
