নিজস্ব সংবাদদাতা: গত বছর পুজোয় বক্স অফিসে দাপট দেখিয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বহুরূপী'। পুজোর ছবির তালিকায় ছিল দেবের 'টেক্কা'ও। কিন্তু 'টেক্কা'কে মাত দিয়ে এগিয়ে গিয়েছিল 'বহুরূপী'। কিন্তু সেই রেকর্ড ভাঙতে চলেছে দেবের 'খাদান'। সেই জেরে দেব-ভক্তদের রোষানলে শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

 

 

সমাজ মাধ্যমে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে তাঁকে গালিগালাজ করা হয়। হুমকি দেওয়া হয় যাতে দেবের সঙ্গে কম্পিটিশন না করা হয়। এমনকী এও বলা হয়, 'দেবদার সঙ্গে রিলিজ বন্ধ কর না হলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যানের ক্ষমতা কী জানিস না। ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নইলে দেবের ফ্যানরা শুধরে দেব।'

 

 

এই পোস্ট ভাঢ করে পরিচালক পত্নী, চিত্রনাট্যকার জিনিয়া‌ সেন লেখেন, 'সমাজ মাধ্যমে ফ্যান ক্লাবের নোংরামো, থ্রেট দেওয়া তো  জীবনের অঙ্গ হয়ে গেছে। সমানে কটাক্ষ করা, মুক্তির দিন থেকে লাগাতার কুমন্তব্য, কাউন্টার ভোটিং আমাদের ছবিকে ভাল ফল করা থেকে আটকাতে পারেনি, আগামীতেও পারবে না সে যতই পেইড আইটি সেল এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হয়। পুষ্পা যেমন বলেছিল হাম ঝুঁকেগা নেহি।'

 

 

রাজ চক্রবর্তীর 'সন্তান' আর দেবের 'খাদান'-এর বিতর্কে ছেয়েছিল নেটপাড়া। এবার 'বহুরূপী'র সঙ্গে 'খাদান' বিতর্ক কতদূর গড়ায় সেটাই দেখার।