নিজস্ব সংবাদদাতা: আরও এক বসন্ত পার! তবে এই বছরটা ছিল একেবারেই অন্যরকম। নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি, আর একঝাঁক ভালোবাসায় মোড়া বিশেষ এক জন্মদিন কাটালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। শহর কলকাতায় পালন করলেন নিজের জন্মদিন, তবে এবার এক অনন্য উপায়ে।
জন্মদিন মানেই নিজের জন্য বিশেষ কিছু করা, তবে দেবচন্দ্রিমার জন্য দিনটা শুধু নিজের জন্য নয়, বরং আরও অনেকের মুখে হাসি ফোটানোর এক সুযোগ। এই বিশেষ দিনে তিনি বেছে নিলেন দুঃস্থ শিশুদের সঙ্গে সময় কাটানোর পথ। তাদের হাসিতে, তাদের আনন্দে খুঁজে নিলেন নিজের জন্মদিনের আসল সুখ। শুধু সময়ই নয়, বাচ্চাদের জন্য নিয়ে গেলেন উপহারও, যা তাদের মুখে একগাল হাসি ফোটাতে দারুণভাবে সফল। দেবচন্দ্রিমার এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
জন্মদিনের ঘরোয়া উদ্যাপনেও ছিল বিশেষ চমক! বন্ধু মিষ্টি সিং হঠাৎ এসে অভিনেত্রীকে একদম অবাক করে দিলেন। তবে সবচেয়ে বড় চমক ছিল আরেকজনের উপস্থিতি। তিনি আর কেউ নন, কিরণ মজুমদার। প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের সঙ্গে কঠিন সময় কাটানোর পর কিরণই হয়ে উঠেছেন দেবচন্দ্রিমার সবচেয়ে বড় ‘সাপোর্ট সিস্টেম’। একে অপরকে কঠিন সময়ে আগলে রেখে, ভালবাসার এক নতুন সংজ্ঞা গড়ে তুলেছেন তাঁরা। জন্মদিনের ঘরোয়া সেলিব্রেশনেও এক মুহূর্তের জন্যও দেবচন্দ্রিমার পাশে থেকে তাঁকে একা অনুভব করতে দেননি কিরণ।
ইতিমধ্যেই বড় পর্দায় কাজ শুরু করেছেন দেবচন্দ্রিমা। পরিচালক পাভেল ঘোষের নতুন ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে তাঁকে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে। নতুন এই ছবির জন্য ভক্তদের উত্তেজনাও তুঙ্গে।
জন্মদিনের আনন্দ, নতুন বন্ধুত্বের গল্প আর কেরিয়ারের নতুন দিগন্ত—সব মিলিয়ে এই বছর দেবচন্দ্রিমার জন্য সত্যিই স্পেশাল! সামনে কী চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার!
