আর মাত্র চার দিনের অপেক্ষা। মুক্তি পাবে ‘ধূমকেতু’। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। অগ্রিম বুকিংয়েও সেই ছাপ স্পষ্ট। বুক মাই শোয়ের একটি পরিসংখ্যান ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন নায়িকা। সেই তথ্য অনুযায়ী ছবিটি মুক্তির পাঁচ দিন আগে ২৪ ঘণ্টায় সাড়ে ছ’হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এখন সেই সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। সেই বুকিং অ্যাপে ট্রেন্ড করছে ‘ধূমকেতু’।

প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত একটি টুইটে লেখেন, ‘যে ঝড়ের গতিতে ধূমকেতুর অগ্রিম বুকিং শুরু হয়েছে, তা অবিশ্বাস্য’। জানা গিয়েছে, আপাতত ১১০টি হলে মুক্তি পাবে ‘ধূমকেতু’। ঋত্বিক রোশনের ওয়ার ২, রজনীকান্তের কুলি-র সঙ্গে লড়াই করে বাংলায় শো পেয়েছে দেব-শুভশ্রীর ছবি। বাণিজ্যিক সাফল্যে নিরীখে ‘ধূমকেতু’ যে নজির করবে, তা নিয়ে আশাবাদী ইন্ডাস্ট্রি।

আজকাল ডট ইন-কে অরিজিৎ বলেন, “ধূমকেতু অগ্রিম বুকিং দেখে খুবই বিস্মিত! গতকাল যা দেখলাম, বাংলায় শাহরুখের বেশ কিছু ছবির বুকিংয়ের তুলনায় এই ছবি এগিয়ে। এরকম ঘটনা আমি আগে দেখিনি।” তা হলে কি এখনও পর্যন্ত টলিউডের সব রেকর্ড ভাঙতে চলেছে দেব-শুভশ্রী জুটির ছ’নম্বর ছবি? প্রিয়ার কর্ণধারের উত্তর, “এটার উত্তর ১৪ আগস্ট পাওয়া যাবে। তবে আশা করতে ক্ষতি কী!”

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির যাত্রা।। এরপর একসঙ্গে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো সুপারহিট সব ছবি। আজও মনে করা হয়, নায়ক-নায়িকার রসায়নের সুবাদেই বক্স অফিসে উপচে পড়ত ছবির ভাঁড়ার। ২০১৫ সালে ‘ধূমকেতু’র মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ন’বছর পর পর্দায় জাদুকাঠি ছুঁইয়ে দেওয়ার পালা এবার।

আরও পড়ুন: মুক্তি পেল ঋতুপর্ণা অভিনীত ‘বেলা’র নতুন গান! মাতৃশক্তির জয়গান রূপঙ্করের ‘মা গো তুমি দশভুজা’

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ধূমকেতু'-র ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত। আজকাল ডট ইন-কে তেমনই জানিয়েছেন টলিউডের বাণিজ্য বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়া। তাঁর মতে, ছবিটি অচিরেই হতে পারে চলতি বছরের সবচেয়ে বড় হিট। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রসায়ন  তার নেপথ্যে বৃহত্তম অনুঘটক। তারই সঙ্গে উপরি পাওনা কৌশিকের পরিচালনা। পঙ্কজের কথায়, "দেব-শুভশ্রীর জুটি সহজেই একটি ছবিকে সফল করে তুলতে পারে। অতীতেও তার অজস্র নজির আছে। পাশাপাশি 'ধূমকেতু'র মতো ছবি আজ থেকে ন'বছর আগে মুক্তি পেলে তা একটা এক্সপেরিমেন্ট হত। কিন্তু আজ এই ধরনের ছবির একটি বাজার তৈরি হয়েছে। গ্রহণযোগ্যতা আছে।"

২০২৩ সালে অগ্রিম বুকিং শুরুর আগেই 'পাঠান', 'জওয়ান'-এর মতো ছবিগুলিকে 'ব্লকবাস্টার' তকমা দেওয়া হয়। কারণ, শাহরুখ খানের জনপ্রিয়তা এবং ছবি নিয়ে তৈরী হওয়া 'বাজ'। বলিউডের খরা কাটাতে মাঠে নেমেছিলেন 'বাদশা' স্বয়ং। মনে করা হচ্ছে, বাংলায় 'ধূমকেতু'র ক্ষেত্রেও তেমনই হবে।  অগ্রিম বুকিং দেখেই ধরে নেওয়া যায়, দেব-শুভশ্রী জুটিকে নিয়ে দর্শকের আবেগ এবং প্রায় এক দশক পর পর্দায় সেই পুরনো রসায়ন চাক্ষুষ করার উন্মাদনা এই ছবিকে বাণিজ্যিক সাফল্য এনে দেবে। পঙ্কজ।