বহু অপেক্ষার পর অবশেষে দর্শক দেখতে পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব-শুভশ্রী জুটি অভিনীত 'ধূমকেতু'। এতদিন দর্শকের প্রশ্ন ছিল, কবে মুক্তি পাবে এই ছবি? তবে 'ধূমকেতু' মুক্তির পর থেকেই এখন সকলের প্রশ্ন 'ধূমকেতু ২' কবে আসছে? পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে এই প্রশ্ন করা হলে তিনি জানান, গল্প সম্পূর্ণ রাখা হয়েছে, তার নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে। ছবি শেষে দেখানো হচ্ছে অসম্পূর্ণ প্রেম এবং অসম্পূর্ণ গল্প। তাহলে কি পরের গল্পে এসে অসম্পূর্ণ প্রেমকে সম্পূর্ণ করতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। 

 


প্রযোজক রাণা সরকার এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় 'ধূমকেতু ২' নিয়ে আসার আলো দেখালেও এদিন দেব বললেন সম্পূর্ণ অন্য কথা। শনিবার এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রুক্মিণী মৈত্র, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ একাধিক তারকা। তবে এদিন আসেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তার কারণ অবশ্য জানা যায়নি। এদিন দেবকে 'ধূমকেতু ২' নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার মনে হয় ধূমকেতু একটাই হওয়া ভাল। কারণ আমরা সেই আবেগের নতুন করে তৈরি করতে পারব না। আমরা সকলেই এখন অনেকটা বদলে গিয়েছি, আমাদের মধ্যে এসেই সারল্য অনেকটাই কমে গিয়েছে। সবমিলিয়ে ধূমকেতুর মতো আর একটা ছবি তৈরি হওয়া হয়তো অসম্ভব। তবে যদি শুভশ্রীর সঙ্গে যদি আবার কাজ কথা বলা হয়, তাহলে অবশ্যই ভাল স্ক্রিপ্ট পেলে কাজ করতে রাজি। এরপর শুভশ্রীকে প্রস্তাব দেওয়া হলে ও যদি রাজি হয় নিশ্চয়ই আবার একসঙ্গে কাজ হবে। তবে ধূমকেতুর মত ছবি একটাই হওয়া ভাল।"


দেব যেন এদিন স্পষ্ট করে দিলেন 'ধূমকেতু ২' হওয়া আর সম্ভব নয়। যদিও মঞ্চে যখন দর্শক তাঁকে এই প্রশ্ন করেন, তিনি কিন্তু সরাসরি না বলেননি বরং বলেছেন দেখা যাক কী হয়। অর্থাৎ পরিস্থিতির সঙ্গে এই সিদ্ধান্ত বদলেও যেতে পারে। 


প্রসঙ্গত, 'ধূমকেতু' ছবির কারণেই দশ বছর পর আবার কথা বলেন দেব এবং শুভশ্রী। প্রিয় জুটিকে আগের মতো দেখতে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন অনুরাগীরা। যদিও ছবিতে তাঁদের অসম্পূর্ণ প্রেম দেখে চোখে জল এসেছে বহু মানুষের, অনেকেই অখুশি। সবাই চেয়েছেন এই প্রেম সম্পূর্ণ হোক। 

 

আরও পড়ুন: গঙ্গা বক্ষে অপর্ণাকে প্রেম নিবেদন করল আর্য! জড়িয়ে ধরল একে-অপরকে, তাদের মিল কি সত্যিই সুখের হবে?


১০ বছর আগে এই ছবির শুটিং হলেও এই ছবির গল্প আজও একই ভাবে সমসাময়িক। যদিও দেব- শুভশ্রী জুটিকে দেখার জন্যই মূলত হলে ভিড় জমিয়েছেন দর্শক। তবে এই ছবি বলে বন্ধুত্বের গল্পও। দেব-রুদ্রনীল জুটিকেও অত্যন্ত ভালবাসা দিচ্ছেন দর্শক। ১০ বছর আগে শুটিং হলেও নানা জটিলতার কারণে এত বছর এই ছবি মুক্তি পায়নি। অবশেষে রাণা সরকার এবং দেবের বহু চেষ্টায়, এই ছবির কারণেই দেব-শুভশ্রী জুটিকে আবার একসঙ্গে দেখতে পান দর্শক। দেব এর আগে একাধিক সাক্ষাৎকারে বারবার বলেছেন তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে 'ধূমকেতু'। কারণ দেব,রুদ্রনীল,শুভশ্রী সকলেই তাঁদের সেরা অভিনয় করেছেন এই ছবিতে। তবে 'ধূমকেতু ২' নিয়ে দর্শকের মনে যে প্রশ্ন রয়ে গিয়েছে, তার উত্তর এখনও অজানা।