শনিবার রাতভোরে কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত পাহাড় থেকে সমতল। এক রাতের ভারী বৃষ্টির তাণ্ডবের পর পাহাড়ের পরিস্থিতি বেশ জটিল, রাস্তাঘাট বন্ধ। গৃহহীন হয়েছেন অসংখ্যা মানুষ। সরকারি হিসেবে অনুযায়ী মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল। পরে আরও দেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টি-জলের তোড়ে সেতু ভেঙেছে। দার্জিলিং, কালিম্পং, মিরিকের একাধিক জায়গায় ধস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক। জলের ভয়ংকর তোড়ে দুটি লোহার সেতু ভেঙ্গে গেছে,প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এহেন আবহে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করে পাশে দাঁড়ানোর আর্জি জানালেন দেব।

 

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার মিরিকের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। মমতা সোমবার জানান, পরিস্থিতি খতিয়ে দেখতে অরূপ বিশ্বাস এবং গৌতম দেবকে পাঠিয়েছেন ধুপগুড়ি। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “আমি এবং সিএস যাচ্ছি হাসিমারা। হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটা, যতদূর পর্যন্ত যাওয়া যায়।” মুখ্যমন্ত্রী হাসিমারা থেকে রাতে বাগডোগরা ফিরে, মঙ্গলবার ফের যাবেন মিরিকে। 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Adhikari (@imdevadhikari)