'উত্তরের বন্যায় দেব', দুর্গতদের পাশে দাঁড়িয়ে কোন প্রতিশ্রুতি দিলেন মেগাস্টার?
নিজস্ব সংবাদদাতা
৭ অক্টোবর ২০২৫ ১৭ : ২২
শেয়ার করুন
শনিবার রাতভোরে কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত পাহাড় থেকে সমতল। এক রাতের ভারী বৃষ্টির তাণ্ডবের পর পাহাড়ের পরিস্থিতি বেশ জটিল, রাস্তাঘাট বন্ধ। গৃহহীন হয়েছেন অসংখ্যা মানুষ। সরকারি হিসেবে অনুযায়ী মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল। পরে আরও দেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টি-জলের তোড়ে সেতু ভেঙেছে। দার্জিলিং, কালিম্পং, মিরিকের একাধিক জায়গায় ধস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক। জলের ভয়ংকর তোড়ে দুটি লোহার সেতু ভেঙ্গে গেছে,প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এহেন আবহে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করে পাশে দাঁড়ানোর আর্জি জানালেন দেব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার মিরিকের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। মমতা সোমবার জানান, পরিস্থিতি খতিয়ে দেখতে অরূপ বিশ্বাস এবং গৌতম দেবকে পাঠিয়েছেন ধুপগুড়ি। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “আমি এবং সিএস যাচ্ছি হাসিমারা। হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটা, যতদূর পর্যন্ত যাওয়া যায়।” মুখ্যমন্ত্রী হাসিমারা থেকে রাতে বাগডোগরা ফিরে, মঙ্গলবার ফের যাবেন মিরিকে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Adhikari (@imdevadhikari)
উত্তরবঙ্গে এই পরিস্থিতির জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন দেব। খাদ্যসামগ্রী পৌঁছে যাচ্ছে অসহায় মানুষদের কাছে। সমাজমাধ্যমে এই খবর প্রকাশ্যে এনে দেব লেখেন, 'উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি। প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তারা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।'
দেবের এই পোস্ট থেকে তাঁকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন, 'এই জন্যই তো এই মানুষটাকে এত রেসপেক্ট করি। ভালবাসার আরেক নাম দেবদা।'
উত্তরের বন্যায় পাশে দাঁড়িয়েছেন বহু তারকা। সহমর্মিতা দেখিয়েছেন, টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে তারকা লিখেছেন, 'কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই মুহূর্তে সারা দেশ এবং সমগ্র দেশ এর নিঃস্বার্থ সহযোগিতা পাক এই আশা রাখি। মানুষ ও প্রকৃতি সামঞ্জস্য হারালে সচেতনতা এবং সদুদ্যোগ একমাত্র উপায় ঘুরে দাঁড়ানোর।'
প্রসঙ্গত, ১৫ দিনের মধ্যে মিরিকের দুধিয়ায় সেতু তৈরি করে দেওয়া হবে। মিরিকের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক রোষানলে লণ্ডভণ্ড গোটা উত্তরবঙ্গ। দার্জিলিং ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ধস ও বন্যা পরিস্থিতির জেরে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার মিরিক পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি স্থায়ী সেতু তৈরির কাজও চলবে, যা সময় নেবে প্রায় এক বছর। ভাল মানের একটি সেতু তৈরি করা হচ্ছে। এজন্য রাজ্যের ব্যয় হবে প্রায় ৫৪ কোটি টাকা। প্রথমে প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছিলেন, অস্থায়ী সেতু তৈরি করতে সময় লাগবে এক মাস। কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সময়সীমা কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, "আমরা মানুষের কষ্ট এক দিনও মেনে নিতে পারি না। তাই ১৫ দিনের মধ্যে এই সেতু তৈরি করতেই হবে।"