নিজস্ব সংবাদদাতা: 'এই রাত তোমার আমার' ছবিতে বিয়ের ৫০ বছর পেরিয়ে আসে ‘অমর’ (অঞ্জন) এবং ‘জয়া’ (অপর্ণা)-র এক রাতের ভালবাসাবাসি ক্যামেরাবন্দি করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না যেকোনও দম্পতির। সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাতের গল্প 'এই রাত তোমার আমার'-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন।

 

বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল এই ছবির প্রিমিয়ার। অনুষ্ঠানে ছবির কলাকুশলীরা ছাড়াও হাজির হয়েছিল টলিপাড়ার একঝাঁক তারকা। 'এই রাত তোমার আমার' যে তাঁর কেরিয়ারের অন্যতম স্পেশ্যাল ছবি তা সোজাসুজি যেমন জানালেন অঞ্জন দত্ত, তেমনই অল্প কথায় জানাতে ভুললেন না এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী। ছবির পরিচালক তথা অভিনেতা পরমব্রত বললেন, " আজকে তো প্রিমিয়ার ছিল, আগামী শুক্রবার মুক্তি পাবে। তারপর বুঝব মানুষজনের কেমন লাগছে। তবে আজকের দর্শকের অনুভূতির নিক্তি দিয়ে যদি মাপি, তাহলে বলব অত্যন্ত আশাব্যঞ্জক। যাঁরা দেখলেন এই ছবি, তাঁদের মধ্যে অনেকেই আমাকে যখন শুভেচ্ছা জানাতে এলেন, তখন তাঁদের চোখে জল দেখেছি। তাঁদের কেউ কেউ এও বললেন, বাবা-মায়ের সঙ্গে আরও একটু সময় কাটানো উচিত আমাদের। এই যে উপলব্ধিটা... আসলে, এই ছবি আবেগপ্রবণ করার ও আবেগপ্রবণ হওয়ার। আমরাও চেয়েছি দর্শক আবেগপ্রবণ হোক। তাই সেই দিক থেকে দেখলে আমি এই ছবি নিয়ে আশাবাদী।" 

 

ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দেব। ছবি দেখে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে নিজস্ব ছন্দে খানিক খুনসুটি করে 'খাদান' নায়কের বক্তব্য, " এই ছবির অভিনেতাদের নিয়ে আলাদা করে আর কিছুই বলার নেই। অসম্ভব শক্তিশালী স্টারকাস্ট। আমি কিন্তু বসে ছবিটা দেখলাম। আমার বিশ্বাস, দর্শকের ভাল লাগবে। অন্যরকমের ছবি, মন ভাল করা ছবি। এরকম ছবাকে সুযোগ দেওয়া উচিত।" 

 

খানিক আবেগপ্রবণ গলায় সৌরসেনী বলেন, " পর্দায় একসঙ্গে অঞ্জন-অপর্ণা জুটির অভিনয় দেখা অন্যরকম অভিজ্ঞতা। তাক লেগে যেতে হয় তাঁদের রসায়ন দেখলে। আর পরমদা যে যত্ন, মমতা সহকারে এই ছবিটি তৈরি করেছেন, তা ছবির পরতে পরতে টের পাওয়া যায়।দর্শক এই ছবিটা না দেখলে মিস করবেন। " অন্যদিখে, অকপট ভঙ্গিতে পার্নোর বক্তব্য, " অঞ্জন দত্ত-অপর্ণা সেন তো ছবির জগতের ঈশ্বর। ওঁদের পারফরম্যান্স নিয়ে কিছু বলা যায় নাকি? এটুকু বলব, এই ছবি দেখে মনকেমন করবে, এই ছবি ভাবাবে।"