'ধূমকেতু' ছবির অন্যতম প্রাণকেন্দ্র অবশ্যই 'দেশু' জুটির ফেরা। যদিও ছবি দেখার পর দেব-রুদ্রনীল অর্থাৎ 'দেরু' জুটিকেও অত্যন্ত ভালবাসা দিচ্ছেন দর্শক। তবে সম্প্রতি ছবিটা খানিকটা বদলেছে। সব দূরত্ব মুছে এত বছর পর আবার যেন নতুন করে বন্ধুত্ব শুরু হয়েছিল দেব-শুভশ্রীর মধ্যে। তবে সম্প্রতি কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু কথা নিয়ে ভুল বোঝার কারণে আবার যেন বাড়ল দূরত্ব।  

 

 

 

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় এই সময় 'ধূমকেতু' হলে কি তিনি শুভশ্রীকে বেছে নিতেন নায়িকা হিসেবে? কথা প্রসঙ্গে দেব জানান, এখন আর সেইভাবে ইনোসেন্সটা নেই। দুই সন্তানের মা তিনি। গল্পে রূপার মধ্যে যে ইনোসেন্স দরকার তার জন্য এই চরিত্রে না ভাবলেও অন্য চরিত্রে নিশ্চয়ই ভাবতেন। এমনকী দেব একথাও বলেন তিনি 'ধূমকেতু ২' হোক তিনি চান না, কারণ এই চরিত্র এবং এই ছবিদের আর নতুন করে করে সৃষ্টি করা যাবে না। 

 

 

 

 

 

এক্ষেত্রে তিনি নিজের কথাও জানান যে তিনি নিজেও অনেকটাই বদলে গিয়েছেন, ভানু চরিত্রের জন্য হয়তো তিনি আর উপযুক্ত নন। তবে পরবর্তী এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, এই কথাটি তাঁর কাছে খুব অপমানজনক লেগেছে। এমনকী দেবের সঙ্গে আর ছবি করবেন কিনা এই প্রশ্নের উত্তরে শুভশ্রী জানান, দুই সন্তানের মা হয়ে গিয়েছেন তিনি, আগের মত ইনোসেন্স নেই, কীভাবে করবেন? 

 

 

 

 

 

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন দেব। তিনি বলেন, "আমার মনে হয় শুভশ্রী ভালবাসা থেকেই এই কথাগুলো বলেছে, ভালবাসা থাকলেই অভিমান হয়। তবে চরিত্রের বিষয়ে আমি শুধু শুভশ্রীকে নিয়ে বলিনি,আমার কথাও বলেছি। আমি সব সময় কোয়েল এবং ওর কথা বলি, যে সন্তান এবং সংসার সামলে ওরা কী সুন্দর ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে, কতজন পারেন এমন। আমি কখনও ওকে অসম্মান করিনি আজও করব না। ১৪ বছর আগেও শুভশ্রী বলেছিল বাথরুমে গিয়ে কাঁদার কথা, আমি তখনও কিছু বলিনি। পুরো ছবি জুড়ে আমি ওকে সুপারস্টার এর মতোই ট্রিট করেছি। যখন আমার জন্য গান বানানো হয় আমার হাউস থেকে ওর জন্যও গান বানানো হয়েছিল, আমি বানাতে বলেছিলাম। এমনকী স্পেশাল স্ক্রিনিংয়ের কথা যেদিন ঠিক হয় আমি ওকে প্রথম ফোন করে বলি এবং দ্বিতীয় ফোনটা করি রাজ চক্রবর্তীকে, যে তোমরা দু'জন এলে আমার ভাল লাগবে।"

 

 

 

 

দেবের কথায়, "শুধু তাই নয় আমি যখন জানতে পারি যে আমার কথা ওর খারাপ আমার লেগেছে, তখন ও মুম্বইতে শুটিং করছে। আমি নিজে ফোন করে জানতে চাই যে ওর কিছু খারাপ লেগেছে কিনা, ও বলে সব ঠিক আছে। কোনওদিন ওকে নিয়ে কোনও খারাপ কথা বলার ব্যাপারে ভাবতেও পারিনা আমি, বলিওনি আর বলবও না। এগুলো কি সম্মান নয়? আমি কখনওই শেষটা খারাপ ভাবে করতে চাইনি।" 

 

 

 

 

এরপর দেবকে জিজ্ঞাসা করা হয় তিনি কি শুভশ্রীকে আবার কাস্ট করার কথা ভাববেন? দেব অকপটে বলেন, "প্রযোজক হিসেবে অবশ্যই। কারণ প্রযোজকদের ইগো থাকতে নেই, তবে অভিনেতাদের ইগো থাকতে পারে।"