নিজস্ব সংবাদদাতা: ২০২২-এর পুজোর ঠিক আগে। তাঁর পুজোর ছবি ‘কাছের মানুষ’ –এর প্রচার নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিলেন দেব। নতুন ছবির প্রচারের ফাঁকেই নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবির খবর নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ছবির নাম 'বিনোদিনী : একটি নটীর উপাখ্যান’। সেই প্রথমবার বিনোদিনী রূপে সামনে এসেছিলেন রুক্মিণী মৈত্র। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর সেই বায়োপিক। 

 

পরিচালক, প্রযোজক ও রুক্মিনীর তরফে জানানো হয়েছে এ ছবির শুধুই বড় বাজেটের নয়, বড় সেটের পিরিয়ড ড্রামা। খুঁটিনাটি প্রচুর বিষয় থাকবে। রবিবার সমাজমাধ্যমে নিজের ছবির একটি টাটকা মোশন পোস্টার প্রকাশ করলেন দেব। দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহভর্তি দর্শকের সামনে ‘শ্রী চৈতন্য’র ভূমিকায় মঞ্চ দাপাচ্ছেন ‘বিনোদিনী’। স্পটলাইটের আলো গিয়ে পড়ছে ঠিক তাঁর উপরে। এবং পোস্টারের সিংহভাগ জুড়ে রয়েছেন রুক্মিণী মৈত্র, রাহুল বোস এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। অবশ্যই ছবিতে নিজেদের চরিত্রের অবতারেই দেখা যাচ্ছে তাঁদের। দুই ভুরুর মাঝখানে ছোট্ট লাল বিন্দি, দু'কানে সোনার ঝুমকো ও গলায় সোনার গয়নার সাজের সঙ্গে লাল শাড়িতে রুক্মিনীকে দেখা গেল নটী বিনোদিনীর রূপে। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এ ‘রাঙাবাবু’র ভূমিকায় রয়েছেন রাহুল বোস এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে নাট্যাচার্য গিরিশ ঘোষের চরিত্রে। ছবির একপাশে জ্বলজ্বল করছে মুক্তির তারিখ। এবং একেবারে উপরের দিকে যৌথ প্রযোজনা সংস্থার দু'টি নাম - দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও প্রমোদ ফিল্মস।  

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)