২০২৫ -এর জন্মদিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর যখন একদিকে 'প্রজাপতি ২' মুক্তি পেয়েছিল, তখন আরেকদিকে দেব ঘোষণা করেন তাঁর আগামী ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র কথা। এবার বছরের প্রথম দিনই এই ছবির মুক্তির দিন ঘোষণা করলেন টলিউডের 'মেগাস্টার'। 

দেব ২০২৬ -এর ১ জানুয়ারি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবির পোস্টার ভাগ করে লেখেন, 'রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব। সাক্ষী থাকুন বাইক অ্যাম্বুলেন্স দাদার হিরোইক গল্পের।' একই সঙ্গে জানান এই ছবিটি তাঁর ৫০ তম ছবি হতে চলেছে, যা মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট। 

২০০৬ সালে 'অগ্নিশপথ' ছবির হাত ধরে বাংলা ছবির জগতে পা রাখেন দেব। এরপর 'চ্যালেঞ্জ নিবি না শালা' বলে আদতেই 'চ্যালেঞ্জ' নিয়ে নিজেকে ভেঙে নতুন করে গড়ে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে গিয়েছেন। বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধারার ছবিও করেছেন। আর সেই তালিকায় ৫০ তম ছবি হিসেবে জুড়তে চলেছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র নাম। 

'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিতে উঠে আসবে উত্তরবঙ্গের করিমুল হকের জীবনী, যিনি বাইকে করে প্রত্যন্ত গ্রামের বহু মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। ছবিটির পরিচালনা করবেন বিনয় মুদগিল। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র শর্ট ফর্ম হিসেবে 'বিএডি' লেখা হচ্ছে নির্মাতাদের তরফে। এই ছবিটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের তরফে প্রযোজনা করা হবে। প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী, দেব অধিকারী নিবেদনা করবেন ছবিটির। 

বছরের প্রথম দিন দর্শক এবং নেটিজেনদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতেই দারুণ সাড়া পেয়েছেন দেব। অনেকেই জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছেন এই ছবিটির জন্য। কেউ কেউ আবার জানিয়েছেন তাঁরা 'খাদান ২' এর জন্য অপেক্ষা কর রয়েছেন। সেই ছবির ঘোষণা কবে করা হবে। 

প্রসঙ্গত, 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিতে দেবের হাত ধরে বড় পর্দায় ডেবিউ করবেন ছোট পর্দার 'জগদ্ধাত্রী' অর্থাৎ অঙ্কিতা মল্লিক। দেবকে দর্শক বর্তমান 'প্রজাপতি ২' ছবিতে দেখতে পাচ্ছেন 'জয় চক্রবর্তী' হিসেবে। এই ছবিতে তিনি একজন সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করেছেন। গত বড়দিনে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। দেব ছাড়াও 'প্রজাপতি ২' -তে রয়েছেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, প্রমুখ।