বেশ কিছুদিন ধরেই দেবের সঙ্গে অথবা আশেপাশে দেখা যাচ্ছিল না তাঁর বিশেষ বন্ধু অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। টলিপাড়ার অন্দরে ফিসফাস শুরু হয়েছিল, সম্পর্ক নাকি ভাল নেই তাঁদের। খানিক ফাটল ধরেছে দু'জনের মানসিকতায়। কান পাতলে এও শোনা যাচ্ছিল, খানিক অভিমানেই নাকি মুম্বইয়ে পাড়ি দিয়েছেন রুক্মিণী। আপাতত সেখানেই থাকছেন অভিনেত্রী। এই গুঞ্জনের ফুলে ফেঁপে ওঠা পালে আরও হু হু করে হাওয়া দিয়েছিল দেবের ২০ বছরের সাফল্য উদযাপনের অনুষ্ঠানে রুক্মিণীর না থাকা। যেই অনুষ্ঠানে টলিপাড়ার তাবড় তাবড় নায়িকাকে দেখা গেলেও, ছিলেন না রুক্মিণী। দেব জানিয়েছিলেন, মুম্বইতে থাকার কারণে আসতে পারেননি রুক্মিণী। তবুও, সকলের প্রশ্ন, সবচেয়ে কাছের মানুষের বিশেষ দিনে কেন পাশে থাকলেন না রুক্মিণী? এমনকী, সামাজিক মাধ্যমে এই বিষয়ে কোনও পোস্টও দেখা যায়নি অভিনেত্রীর । ‘রঘু ডাকাত’-এর প্রিমিয়ার বা দুবাই সফরেও দেবের পাশে ছিলেন না অভিনেত্রী। স্বাভাবিকভাবেই দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে তাই নানান জল্পনা বেড়েছে। 

 

তবে নিন্দুকদের সরাসরি জবাব না দিয়ে, এবার যে কাণ্ড করলেন দেব-রুক্মিণী তাতেই স্পষ্ট হয়ে গেল তাঁদের সম্পর্ক নিয়ে পুরোটাই ছিল স্রেফ গুজব। আর কিচ্ছুটি না!  ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন নায়িকা। কালীপুজোর উদ্বোধনেও দেখা গিয়েছিল তাঁকে। রুক্মিণী হাসিমুখে দেবের সঙ্গে তাঁর সমীকরণের প্রশ্নের জবাব দিয়েছিলেন, “আমি জানি প্রশ্ন উঠছে। আমি কলকাতায় ছিলাম না, শুটিংয়ের জন্য মুম্বইতে ছিলাম। আজকেই এসেছি কলকাতায় এবং কালকেই ফিরে যেতে হবে। কারণ আমার ভাইজি আমাইরার জন্মদিন, দিল্লিতে গিয়ে তার জন্মদিন উদযাপন করব। তবে দীপাবলি মানে খুশির দিন, কাছের মানুষদের সঙ্গে কাটাব। তাই আজকের দিনটা তাদের সঙ্গে কাটাব ভেবেছি।” দেবের কেরিয়ারের বিশেষ দিন বা ‘রঘু ডাকাত’-এর অনুষ্ঠানে অনুপস্থিত থাকার প্রসঙ্গেও  প্রশ্নের উত্তরে রুক্মিণী হাসিমুখে যোগ করলেন, "যারা আমাকে খুঁজছেন, তাদের বলব—'খুঁজতে থাকুন, খুঁজতে থাকুন।"

 

 

গতকাল পুজোর দিন রাতে নটী বিনোদিনীর বাড়ির পুজোয় গিয়েছিলেন অভিনেত্রী। তারপর রাতে বিশেষ বন্ধু দেবের সঙ্গে বাজিও পোড়ালেন নায়িকা। দেব এবং রুক্মিণী দু’জনেই তাঁদের সমাজমাধ্যমে নিজেদের ছবি ভাগ করে নিয়েছেন। তাঁদের সেই ছবি দেখে স্বস্তি পেয়েছে অভিনেতা-অভিনেত্রীর অনুরাগীরা।