বলিউড অভিনেতা হৃতিক রোশনের ব্যক্তিসত্তা বা ‘পার্সোনালিটি রাইটস’ লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্ট বুধবার বিভিন্ন ইন্টারনেট ও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট কিছু লিঙ্ক এবং লিস্টিং অপসারণের নির্দেশ দিয়েছে। তবে আদালত ইনস্টাগ্রামের ফ্যানপেজ বা ভক্তদের পরিচালিত অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে আপাতত কোনও এক্স-পার্টে (একতরফা) পদক্ষেপ নিতে অস্বীকার করেছে।

বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরা বলেন, অভিনেতার ভক্তদের পরিচালিত পেজগুলো আপাতত সরানো যাবে না, কারণ সেখানে কোনও বাণিজ্যিক উদ্দেশ্য নেই এবং হৃতিক রোশন সম্পর্কে মানহানিকর কিছু বলা হয়নি।

হৃতিকের পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ সেঠি জানান, অভিনেতার ছবি এবং নাম অনুমতি ছাড়াই ব্যবহার করে ব্যাগ, পোশাকসহ নানা পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া তাঁর ভিডিও ব্যবহার করে অননুমোদিত নৃত্য প্রশিক্ষণ চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এই প্রসঙ্গে বিচারপতি বলেন, “ওরা যে গানটি ব্যবহার করছে, তা হৃতিক রোশনেরই। সেটি ব্যবহার করে নাচ শেখানো হচ্ছে। এটি কোনও বাণিজ্যিক পণ্য নয়, বরং শিক্ষামূলক বিষয়বস্তু। আপাতত আমি এতে হস্তক্ষেপ করতে রাজি নই। গানটি পাবলিক ডোমেইনে রয়েছে, তাই যে কেউ তা ব্যবহার করতে পারে।”

অভিনেতার ব্যক্তিসত্তা লঙ্ঘনের অভিযোগে তাঁর ফ্যানপেজগুলো সরানোর আবেদন প্রসঙ্গে আদালত জানায়, কোনও পেজ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে না রেখে বিনোদনের জন্য পরিচালিত হয়, তবে তা সরানো যাবে না যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়। তবে আদালত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হৃতিককে নিয়ে তৈরি কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছে।

বিচারপতি বলেন, “আমরা এক্স-পার্টে পর্যায়ে ফ্যানক্লাব সরাতে পারি না। এটি পরবর্তী শুনানিতে বিবেচনা করা যেতে পারে। আমি বুঝি বাণিজ্যিকীকরণ, বিকৃত ছবি বা অশালীন কনটেন্ট অপসারণের প্রয়োজন আছে, কিন্তু শুধুমাত্র ফ্যানক্লাবের কারণে ব্যবস্থা নেওয়া ঠিক নয়। ইনস্টাগ্রাম ব্যবহারের উদ্দেশ্য কেবল বাণিজ্য নয়, অনেকেই বিনোদন ও মজার জন্য ব্যবহার করেন। এই পেজগুলো অভিনেতার প্রতি অবমাননাকর নয়।”

হৃতিক রোশন আদালতের কাছে তাঁর ব্যক্তিসত্তা বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার আবেদন করেন, যার মধ্যে রয়েছে তাঁর নাম, কণ্ঠ, ছবি, চেহারা এবং অন্যান্য ব্যক্তিগত বৈশিষ্ট্য। অভিযোগ অনুযায়ী, থার্ড পার্টি তাঁর পরিচিতি এবং ভাবমূর্তি ব্যবহার করে অর্থনৈতিক লাভ তুলছে।

একই বিচারপতি বুধবার গায়ক কুমার শানুর দায়ের করা অনুরূপ মামলাটিও শুনবেন। সম্প্রতি আদালত সাংবাদিক সুধীর চৌধুরী, আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবি শঙ্কর, তেলুগু অভিনেতা নাগার্জুনা, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং প্রযোজক করণ জোহরের ব্যক্তিসত্তা রক্ষায় অনুরূপ নির্দেশ জারি করেছে।

হতিকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সন্দীপ সেঠি, নিজাম পাশা, পারাগ খানধার, চন্দ্রিমা মিত্র, তাপন রাডকার, প্রত্যুষা ধোড়া, কৃষণ কুমার এবং সিদ্ধার্থ কৌশিক।