টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
দীপিকার দ্বিতীয় হলিউড সফর
দীপিকা পাড়ুকোন একের পর এক আন্তর্জাতিক সাফল্যের পথে এগিয়ে চলেছেন। শোনা যাচ্ছে, তিনি খুব শিগগিরই নিজের দ্বিতীয় হলিউড ছবিতে সাক্ষর করতে চলেছেন। নাগ অশ্বিন পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি 'কল্কি ২' থেকে বাদ পড়ার পর, আরও নতুনভাবে নিজেকে প্রস্তুত করছেন দীপিকা। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের অবস্থান শক্ত করতে চান তিনি। আর তাই এবার নতুন এক আন্তর্জাতিক প্রজেক্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীপিকার প্রথম হলিউড অভিজ্ঞতা ছিল ভিন ডিজেলের সঙ্গে। সেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এবার তাঁর দ্বিতীয় হলিউড ছবির আলোচনা শুরু হওয়ায় অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে।
রণবীরের বাড়িতেই থাকবেন ঋদ্ধিমা?

ইতিমধ্যেই রণবীর কাপুর আর আলিয়া ভাটের ২৫০ কোটি টাকার নতুন বিলাসবহুল বাড়ি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এবার জানা যাচ্ছে আলাদা ফ্লোরে থাকবেন রণবীরের বোন ঋদ্ধিমা। ঋদ্ধিমার জন্য একটি সম্পূর্ণ ফ্লোর বরাদ্দ করা হয়েছে, যেখানে তিনি দিল্লি থেকে এলে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। বাড়িটি পাঁচতলা বিশাল এক স্থাপনা, যেখানে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, বড় বারান্দা, সবুজ বাগান, ইনডোর জিম, থিয়েটার রুম এবং বিলাসবহুল ইন্টেরিয়র। এই বাড়ি মূলত কাপুর পরিবারের স্বপ্নের আবাস হিসেবে তৈরি হয়েছে। ঋষি কাপুর বেঁচে থাকতে এই প্রকল্প শুরু হয়েছিল। এখন রণবীর, আলিয়া আর তাঁদের কন্যা রাহার সঙ্গে এই বাড়ি হবে তাঁদের স্থায়ী নিবাস। পরিবারের অন্য সদস্যরাও আসতে পারবেন এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্লোরে থাকার ব্যবস্থা থাকবে। সুতরাং, শুধু রণবীর-আলিয়ার নয়, পুরো কাপুর পরিবারের জন্য এই বাড়ি এক বিশেষ কেন্দ্র হয়ে উঠছে।
বিপাকে জ্যাকলিন
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ইডির ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপ মামলা বাতিলের আবেদন করেছিলেন তিনি। শীর্ষ আদালত সেই আবেদন শোনেনি। সোমবার আদালত জানায়, ইডির দায়ের করা মামলায় আদালত হস্তক্ষেপ করবে না। গত ৩ জুলাই দিল্লি হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন।জ্যাকলিনের আইনজীবী আদালতে বলেন, প্রসিকিউশনের অভিযোগ হল জ্যাকলিনকে সুকেশের থেকে উপহার নেওয়ার সময় বেশি সতর্ক থাকা উচিত ছিল। তবে আদালত জানিয়েছে, আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে কেউ পুরোপুরি নিরাপদ হতে পারে না। আদালত আরও বলে, চার্জ বসানোর সময় শুধু অভিযোগকে মান্যতা দিতে হয়, তখন প্রমাণ দেখার দরকার নেই। এদিকে,শীর্ষ আদালতে জ্যাকলিন জানিয়েছেন, "আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী। সুকেশ বর্তমানে জেলে। তিনি আমাকে উপহার পাঠিয়েছিলেন, তবে ওই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। মূল অপরাধে আমার নাম দেওয়া হয়নি। তার একটি টাকাও আমার কাছে আসেনি।"
