সংবাদ সংস্থা মুম্বই: আর পাঁচজনের মতো বড়দিনের উদ্যাপনে মাতলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁরা সঙ্গে নিয়েছিলেন ছোট্ট দুয়াকেও। কিন্তু তাঁদের এই বড়দিন উদ্যাপনের গোটা বিষয়টির মধ্যেই জড়িয়ে ছিল রণবীর-আলিয়ার অনুপ্রেরণা। কীভাবে? আসুন, জানা যাক।
গত বছর অর্থাৎ ২০২৩-এর বড়দিনে সাজানো গুছোনা ক্রিসমাস ট্রির ছবি পোস্ট করেছিলেন আলিয়া এবং তাঁর মা সোনি রাজদান। সেখানে দেখা গিয়েছিল সেই গাছের তিনটি ডালে ঝোলানো তিনটি ছোট্ট বল, যাদের গায়ের খোদাই করা রণবীর, আলিয়া এবং রাহার নাম। এই বড়দিনে দীপিকা তেনাদের বাড়ির যে ক্রিসমাস ট্রির ছবি পোস্ট করেছেন, সেখানেও দেখা যাচ্ছে ঝোলানো রয়েছে খুদে খুদে তিনটি বল। যাদের উপর খোদাই করা রয়েছে দীপিকা, রণবীর এবং দুয়ার নাম! এখানেই শেষ নয়। গত বছরের বড়দিনে মা-বাবার হাত ধরে প্রকাশ্যে এসেছিল ছোট্ট রাহা। সাংবাদিকদের সামনে সেই প্রথম বার মেয়ের মুখ দেখিয়েছিলেন রণবীর-আলিয়া। সেই মুহূর্তের ছবি, ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।
এবারের বড়দিনেও প্রায় একই কাণ্ড ঘটালেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সাংবাদিকদের জন্য ক্রিসমাস উপলক্ষে একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন দীপবীর। সেই অনুষ্ঠানে তাঁরা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দুয়ার। এবং অনুরোধ করলেন কীভাবে বড় হয়ে উঠছে দুয়া, কী করে সারা দিন, সব কিছুই জানতে অনুরাগীরা উৎসাহী হলেও এখনই যেন তাঁদের সন্তানের কোনও ছবি, ভিডিও না তোলেন সাংবাদিক, পাপারাজ্জিরা।
কী এবারে মিল পাচ্ছেন তো?
