নিজস্ব সংবাদদাতা: কিরণ মজুমদারের সঙ্গে প্রেমপর্বের কিছুদিনের মধ্যেই ফের সম্পর্কে ইতি টেনেছেন সায়ন্ত মোদক। সমাজমাধ্যমে সায়ন্তনের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেন কিরণ। সেই অভিযোগকে সমর্থন করে কিরণের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি সায়ন্তের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনলেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
প্রথমে দেবচন্দ্রিমা সিংহ রায়, এরপর প্রিয়াঙ্কা মিত্র, অবশেষে কিরণ মজুমদারের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক অভিযোগে অভিযুক্ত অভিনেতা সায়ন্ত মোদক। দেবচন্দ্রিমা প্রথমে বিচ্ছেদের পর সায়ন্তনকে নিয়ে তেমনভাবে কিছু না বললেও অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন। প্রিয়াঙ্কা মিত্র বিচ্ছেদের পর বলেছিলেন 'অসুস্থ সম্পর্ক', তা নিয়েও কম জলঘোলা হয়নি। অবশেষে কিরণ সায়ন্তকে নিয়ে নানা অভিযোগ করেন।
তাঁকে ভিডিও করতে না দেওয়া, মানসিক অত্যাচার, তাঁর টাকায় দামি জিনিস কেনা, এমনকী হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া- সবকিছুই প্রকাশ্যে আনেন কিরণ। এই খারাপ সময়ের কথা বলতে গিয়ে ভিডিওতে কেঁদে ফেলেন কিরণ। এমনকী দেবচন্দ্রিমার কাছে ক্ষমাও চান তিনি। এই ভিডিওতে দেবচন্দ্রিমা মন্তব্য করেন, 'আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না, তোমার পুরো ভিডিওটা দেখলাম। আর আমি কিরণ মজুমদারকে দেখতেই পেলাম না বরং ২০২১ এর দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম। আমি দুঃখিত, এই ভিডিওটা আমারও তখন করা উচিত ছিল। কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না তবে এখানে বাপকে না মাকে যেন না ছাড়ে।'
এরপরই ভয়ংকর মন্তব্য করেন দেবচন্দ্রিমা। তিনি আরও লেখেন, 'তোমার ওপরও কি ও হাত তুলেছে? যদি জবাবে 'হ্যাঁ' বলো না তাহলে এইবার ওকে আমি শেষ করে দেব। চিন্তা করো না বোন তোমার বড়দিদি এখন কলকাতাতেই আছে।'
এই কথার মাধ্যমে দেবচন্দ্রিমা বুঝিয়ে দেন সেই সময় সম্ভবত সায়ন্ত তাঁর গায়ে হাত তোলেন। যদিও তখন পরিস্থিতির কারণে তখন চুপ ছিলেন তিনি। অবশ্য কিরণ ভিডিওতে বলেছেন, সায়ন্তন যদি তার টাকা ফেরত না দেয় তাহলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। দুই প্রাক্তন মিলে কী এবার সায়ন্ত মোদককে কড়া শাস্তি দিতে চলেছেন? এদিকে, কিরণের বিরুদ্ধে ভিডিও করে একাধিক অভিযোগ এনেছেন সায়ন্ত নিজেও। দাবি করেছেন কিরণ মিথ্যে কথাও বলেছেন।
