সংবাদ সংস্থা মুম্বই: বলিউড সুপারস্টার হৃতিক রোশন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে পারফর্ম করার পরপরই জড়িয়েছেন চরম বিতর্কে। সেই অনুষ্ঠান নিয়ে এবার কথা তেঁতুলে হৃতিকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।

 

সোশ্যাল মিডিয়ায় কানেরিয়ার অভিযোগ, হৃতিক এমন একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন, যেখানে উপস্থিত ছিলেন চরমপন্থী ও খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যাঁরা ভারত সরকারের কালো তালিকাভুক্ত। তিনি আরও দাবি করেছেন, অনুষ্ঠানে ‘গোমাংসের পার্টি’ হয়েছে এবং হিন্দু দেবদেবীদের প্রতি চূড়ান্ত অবমাননা করা হয়েছে। প্রসঙ্গত, দানিশ কানেরিয়া বর্তমানে পাকিস্তানের মানুষ হলেও, জন্মগত ভাবে তিনি হিন্দু গুজরাতি।

 

X-এ (আগের নাম টুইটার) কানেরিয়া লিখেছেন— “হৃতিক এমন ব্যক্তিদের সঙ্গে মঞ্চ ভাগ করেছেন, যাঁরা ভারতের ব্ল্যাকলিস্টে আছেন। ওখানে গোমাংসের পার্টি হয়েছে এবং হিন্দু দেবতাদের চূড়ান্ত অপমান করা হয়েছে। এই একই দলের সঙ্গে আগামী মাসে গায়ক শান পারফর্ম করবেন বলেও জানা গিয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রক @HMOIndia-র কাছে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানাই।”

 

 

?ref_src=twsrc%5Etfw">April 28, 2025


 
সোজা কথায়, এবার শান-এর পারফরম্যান্সও প্রশ্নের মুখে পড়ল।  দানিশ কানেরিয়া শুধু হৃতিককেই নয়, শান-কে নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি অনুযায়ী, শান-ও আগামী মাসে একই গ্রুপের সঙ্গে একটি ইভেন্টে অংশ নিতে চলেছেন।

 


এখানেই শেষ নয়—এই অনুষ্ঠান ঘিরে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন অনেক দর্শক। অভিযোগ, ১.২ লক্ষ টাকার বেশি দিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’-এর টিকিট কেটে অনেকেই হৃতিকের সঙ্গে ছবি তুলতে পারেননি। পাশাপাশি, রাম নবমীর দিন হিউস্টনে অনুষ্ঠিত এই ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানে মদ ও গরুর মাংস বিক্রির দৃশ্য ভাইরাল হওয়ার পর অনলাইনে সমালোচনার ঝড় ওঠে।

অবশ্য হৃতিক বা শান কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।