দক্ষিণী সিনেমায় নায়িকাদের শরীরী অঙ্গপ্রদর্শনকে ঘিরে বিতর্ক নতুন নয়। এবার জয় হো ছবির অভিনেত্রী ডেইজি শাহ-এর খোলাখুলি বয়ানে আবারও সামনে এল সেই ‘নেশা’-এর অন্ধকার দিক।বলিউডে সলমা খানের বিপরীতে জয় হো দিয়ে নায়িকা হিসেবে অভিষেক। তার আগে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে বহু বলিউড গানে নেচেছেন। তারপর ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে নজর কেড়েছেন। সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজ ‘রেড রুম’-এও তাঁকে দেখা গিয়েছে। তিনি অভিনেত্রী ডেইজি শাহ। তবে এবার আলোচনায় এসেছেন এক বিস্ফোরক খোলামেলা মন্তব্যের জন্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ডেইজি জানিয়েছেন, কন্নড় ইন্ডাস্ট্রিতে এখনো নায়িকাদের নাভি নিয়ে এক অদ্ভুত আসক্তি কাজ করে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ডেইজি বলেন— “আমি যখন কন্নড় ছবি করতাম, লক্ষ্য করেছি গানগুলিতে নায়িকাদের নাভি নিয়ে অদ্ভুত খেলা চলে। কোনও নায়িকার নাভির ওপর ফলের স্যালাড সাজানো হচ্ছে, কখনও শাকসবজির স্যালাড, কখনও আবার বরফ ঘষা হচ্ছে বা জল ঢালা হচ্ছে… আর সবটাই ক্লোজ শটে। এটা যেন নায়িকাদের নাভির ওপর এক অদ্ভুত আসক্তি। আর এইসব গানের ভিডিওতে বেশিরভাগ একটি নায়ককেই দেখা যেত...”
অভিনেত্রীর দাবি, শুধু নাভি নয়, কাজের ক্ষেত্রেও বৈষম্য স্পষ্ট ছিল। অভিনেত্রী হিসেবে তাঁকে বলা হত শুধু এক্সপ্রেশন কী দিতে হবে, অথচ নায়ককে দেওয়া হত তাঁর চরিত্রের ব্যাকস্টোরি, চরিত্রের ডিটেলস, সাবটেক্সট। ভাষাগত সমস্যার কারণে হয়তো সেই ফারাক আরও বেশি চোখে পড়েছিল।
ডেইজির কেরিয়ারের শুরু হয়েছিল কোরিওগ্রাফার গণেশ আচার্যের সহকারী হিসেবে। সেখান থেকে বলিউডে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার, পরে কন্নড় ছবিতে ‘ভদ্রা’ ও ‘বডিগার্ড’ দিয়ে লিড রোলে অভিষেক। কিন্তু আসল পরিচিতি পান সলমন খানের জয় হো (২০১৪)-এর হাত ধরে। তারপর ‘হেট স্টোরি ৩’–এ সাহসী চরিত্রে সাড়া ফেলেছিলেন।
বর্তমানে তিনি কেবল অভিনেত্রী নন, ইউটিউবার হিসেবেও জনপ্রিয়। নিজের লাইফস্টাইল, ডেইলি রুটিন, ছোটখাটো ব্লগ—সবকিছুই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সমাজমাধ্যমে প্রায় ৪০ হাজার সাবস্ক্রাইবারের একটা শক্তিশালী ফ্যানবেস তৈরি করেছেন এই মিষ্টি স্বভাবের অভিনেত্রী।
শুধু এই ঘটনাই নয়। সম্প্রতি যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিজ্ঞতা প্রকাশ করেছেন ডেইজি। একটি খোলাখুলি সাক্ষাৎকারে তিনি দু’টি অসহনীয় ঘটনার কথা জানান—একটি ঘটেছিল তাঁর নিজের শহর ডোম্বিভলিতে, আর অন্যটি একটি ছবির সেটে জয়পুরে।
ডেইজি জানিয়েছেন, এই হয়রানির ঘটনাগুলি তাঁকে কতটা আঘাত এবং রাগান্বিত করেছিল। জনপ্রিয় মানুষরাও যে সব জায়গায় নিরাপদ নন, তা এখন মেনে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, "ডোম্বিভলিতে আমি ফুটপাথে হাঁটছিলাম, হঠাৎ একজন আমার পাশ দিয়ে চলে গেল এবং আমাকে খারাপভাবে স্পর্শ করল। আমি ফিরে তাকাই, তখন ভিড়ের কারণে বুঝতে পারিনি কে সেই ব্যক্তি।”
ডেইজি অকপটে স্বীকার করেছেন যে, চরম ক্ষুব্ধ হলেও ভিড় এবং বিশৃঙ্খলার কারণে তখন তিনি সেদিন কোনও রকম প্রতিক্রিয়া দেখাতে পারেননি। এই তিক্ত অভিজ্ঞতাই তাঁর চোখে আঙুল দিয়ে দেখায় যে, পথেঘাটে, চলতে-ফিরতে শুধু সাধারণ মানুষই নন, তারকারাও ভুক্তভোগী হতে পারেন।
