টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

 

সলমনকে 'গুণ্ডা' বলে কটাক্ষ অভিনবের

 

 

 

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে ইন্ডাস্ট্রিতে নেপোটিজম নিয়ে সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ‘দাবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ। অভিযোগ তোলেন, তাঁর কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেন সলমনের পরিবার। ফের একই মানুষের বিরুদ্ধে বিস্ফোরক অনুরাগ কাশ্যপের দাদা। 'দাবং' ছবির সময় থেকেই নাকি পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করতেন সলমন। অভিনয়ে নাকি কখনওই মন ছিল না তাঁর। পরিচালকের অভিযোগ, সব সময় তারকাসুলভ হাবভাব ছিল ভাইজানের। অভিনবের বিস্ফোরক দাবি, সলমনের ব্যবহার নাকি একেবারে ‘গুন্ডা-মস্তান’দের মতো। শুধু সলমন নন, তাঁর গোটা পরিবার বিগত ৫০ বছর ধরে সিনেমার সঙ্গে যুক্ত। পরিচালকের অভিযোগ, বাড়িতে বসে গোটা ইন্ডাস্ট্রি চালনা করার চেষ্টা করেন তাঁরা। অভিনবের কথায়, ‘‘ওঁদের গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের কথা না শুনলে ওঁরা টিকতে দেবেন না। ‘দাবং’ করার আগে বুঝিনি যে, সলমন খান এতটা নোংরা মানুষ।’’ 

 

 

 

প্রযোজনায় কৃতি স্যানন

 

 

বলিউডে অভিনয়ে দর্শকের মন জয়ের পর এবার প্রযোজনার জগতে পা রাখলেন কৃতি স্যানন। অভিনেত্রী জানালেন, তিনি শুধু বিনোদন নয়, সমাজ-সচেতন বিষয় নিয়েও সিনেমা বানাতে চান।

কৃতির মতে, প্রযোজনা এমন এক ক্ষেত্র যেখানে নারীদের উপস্থিতি এখনও সীমিত। তবুও তিনি আত্মবিশ্বাসী। কৃতি বলেন, “আমি প্রযোজনায় একেবারেই নতুন। কিন্তু কাজ শিখে নেওয়ার ইচ্ছেটাই আসল। শুরুতে অভিনয়ের ক্ষেত্রেও ছোট ছোট পদক্ষেপ নিয়েছিলাম, এখানেও তাই করব। আমি কৌতূহলী, নতুন কিছু শেখা ভীষণ পছন্দ করি।” তিনি আরও বলেন, “আমার ইচ্ছে এমন সব গল্পকে সামনে আনা, যেগুলো মানুষের জীবনে সত্যিই প্রভাব ফেলতে পারে। সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার থেকে শুরু করে লিঙ্গবৈষম্যের মতো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে সিনেমা হওয়া উচিত। এগুলো গুরুত্বপূর্ণ এবং দর্শকদের ভাবতে বাধ্য করতে পারে।”

 

আরও পড়ুন: অরিজিতের কনসার্টে বিদ্যুৎ-বিভ্রাট! ঠিকভাবে বিদায়ও জানাতে পারেননি গায়ক, ‘কারফিউ’ নিয়ে কী বলছেন ভক্তরা

 

ওটিটিতে মালিক

 

পর্দায় গ্যাংস্টার অবতারে ফিরেছিলেন অভিনেতা রাজকুমার রাও। পরিচালক পুলকিতের পরিচালনায় 'মালিক' হল গ্যাংস্টারের কঠিন জীবন, তাঁর তীব্র সংঘর্ষ, চ্যালেঞ্জ নিয়ে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মেধা শঙ্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানুষী চিল্লার এবং হুমা কুরেশি।ছবির সুরকারের দায়িত্বে আছেন শচীন-জিগর, আর গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ছবির শুটিং হয়েছে লখনউ, বারাণসী, এবং উন্নাও-সহ ভারতের বিভিন্ন জায়গায়। রাজকুমার রাও শারীরিকভাবে ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে গিয়েছেন এ ছবির চরিত্রের জন্য। ছবির কঠিন অ্যাকশন সিকোয়েন্স, হাতাহাতি এবং নানা বন্দুকের সঙ্গে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করেছেন তিনি। এছাড়াও ছবিতে ধরা পড়েছে রাজকুমার-মানুষীর রোম্যান্স। ছবিটি বড়পর্দায় চূড়ান্ত সাফল্যের পর এবার ওটিটিতে আসছে। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।