নিজস্ব সংবাদদাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়- ফেডারেশনের একাংশ কেন এই পরিচালকদের শুটিং বন্ধ করেছেন, তা ফেডারেশনের কাছে জানতে চেয়ে টলিপাড়ার পরিচালক সংগঠন বৃহস্পতিবার একটি বৈঠকের আহ্বান জানিয়েছিল। 

 


এদিন বৈঠকে হাজির হয়েছিলেন শ্রীজিৎ রায়,  ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্য। দীর্ঘক্ষণ বৈঠক চলে পরিচালকদের। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিরেক্টরস গিল্ড এর তরফে জানানো হয় আজকের এই বৈঠকে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল তবে সেই তরফ থেকে কোনও সাড়া পাননি তাঁরা। না কোনও ফোন অথবা ই-মেল। ফলে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তবে পরিচালকের সংগঠন চান না যে শুটিং বন্ধ হোক, তাই পরিচালক ছাড়া যদি ধারাবাহিক, সিরিজ, ছবির কাজ চলতে পারে তো চলুক। কিন্তু তাঁরা ফ্লোরে যাবেন না। 

 

তবে কি ফের অচল স্টুডিওপাড়া? শুক্রবার শুটিং ফ্লোর গুলোর অন্যরূপ ধরা পড়ল। কল টাইম অনুযায়ী ফ্লোরে এসে হাজির তারকারা। শুরু হয়েছে মেকআপ। চলছে ফ্লোরের গোছগাছ। তবে কি পরিচালক ছাড়াই হবে শুটিং? সহ-পরিচালকদের নিয়ে শুটিং করা হয় বলে এর আগে অভিযোগ উঠেছিল। তবে আবারও কি সেই পথেই হাঁটবে স্টুডিওপাড়া? তা এখনও জানা যায়নি। এদিকে টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডেকেছেন স্বরূপ বিশ্বাস। বৈঠকে যাওয়ার আগে প্রতিটা স্টুডিওর হাল পরিদর্শন করবেন তিনি, খবর এমনটাই। কী হবে শুটিংয়ের ভবিষৎ? সেই নিয়েই উঠছে প্রশ্ন।