সংবাদসংস্থা মুম্বই: নীরজ পাণ্ডের সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ নজর কেড়েছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। হিন্দি সিনেমা, সিরিজে বরাবরই দর্শকের পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। তবে এই সিরিজের পর আরও বেশি বেড়েছে তাঁর অনুরাগীদের সংখ্যা।
 
 মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা সিং জানান, বলিউডে অভিনয়ে যাত্রার শুরুতে অনেকেই তাঁকে প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করতেন। তাঁর সঙ্গে স্মিতা পাতিলের চেহারার গড়নের মিল আছে, এই কথা শুনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন চিত্রাঙ্গদা। 
তাই স্মিতা পাতিলের বায়োপিক তৈরি হলে তিনিই অভিনয় করতে চান বলে জানান চিত্রাঙ্গদা। অভিনেত্রীর কথায়, "স্মিতা পাতিলের সঙ্গে চেহারার মিল আছে এই কথাটা শুনলে ভাল লাগে। সেই সঙ্গে ওঁর কাজের ব্যাপ্তিও মনে রেখে আরও ভাল কাজ করার চেষ্টা করি। আমি নিজে স্মিতা পাতিলের খুব বড় ভক্ত। যদি কখনও ওঁর জীবনী পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পাই, তাহলে হাতছাড়া করব না।"
 
 প্রসঙ্গত, এখনও বলিউডের বুকে স্মিতা পাতিলের মৃত্যুর ক্ষত। স্মিতার জীবন বরাবরই টালমাটাল। বরং বলা ভালো তাঁর জীবন জুড়ে শুধুই ঝড়। কখনও বিবাহিত রাজ বব্বরের সঙ্গে তাঁর প্রেম, বিরহ ও এই প্রেম ঘিরে অসম্মান। কখনও আবার গোপনেই ভেঙে ফেললেন সংসারকে নিয়ে দেখা তাঁর স্বপ্ন। ছেলে প্রতীককে জন্ম দেওয়ার কয়েকদিনের মধ্যেই মারা যান অভিনেত্রী।
 
 
 কিছুদিন আগেই মায়ের স্মৃতিতে নিজের নামের থেকে 'বব্বর' ছেঁটে ফেলেছেন প্রতীক। নাম বদলে  রাখলেন 'প্রতীক স্মিতা পাতিল'। এই বিষয়ে অভিনেতা খুল্লম খুল্লা জানিয়েছেন, তিনি তাঁর নাম ও পরিচয়ের সঙ্গে কেবলমাত্র নিজের মা-কেই জড়িয়ে রাখতে চান। বাবাকে নয়। তাই এই সিদ্ধান্ত।
