সংবাদ সংস্থা মুম্বই: কাঁড়ি কাঁড়ি টাকা, সমাজের একেবারে উচ্চস্তরে চলাফেরা এবং জনতামহলে দারুণ জনপ্রিয় হলেই যে তাঁর চিন্তাভাবনার পরিসর উদার হবে, এমন কোনও মানে নেই। সেই কথাই যেন চোখে আঙ্গুল দিয়ে ফের একবার প্রমাণ করলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। পর্দায় তথাকথিত দুষ্টু লোকেদের পেটানো থেকে গরমাগরম সংলাপ- সবকিছুই ফিকে পড়ে গেল চিরঞ্জীবীর লিঙ্গবিদ্বেষী মন্তব্যে, যা থেকে স্পষ্ট তাঁর লিঙ্গবৈষম্য মনোভাব। কী এমন বলেছেন ‘আরআরআর’ তারকা রাম চরণের বাবা? 

 

সম্প্রতি, জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দমের ‘ব্রহ্মা আনন্দম’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন এই ‘মেগাস্টার’।  সেখানেই উপস্থিত হাজার হাজার দর্শকের সামনে নায়কোচিত ভঙ্গিতে তিনি জানালেন, নিজের বাড়িতে একেকসময় তাঁর নিজেকে লেডিজ হোস্টেলের ওয়ার্ডেন লাগে কারণ তাঁর বাড়িতে রয়েছে চারজন নাতনি। এখানেই শেষ নয়। চিরঞ্জীবী আরও জানান, তিনি চান এবার তাঁর একটি নাতি হোক, তাহলে তাঁদের বংশের ধারা বজায় থাকবে! চিরঞ্জীবীর কথায়, “আমি চাই রাম চরণের এবার একটা ছেলে হোক। সেকথা ওকেও আমি বারবার বলতেই থাকি। তাতে অন্তত আমাদের বংশের ধারাটা অটুট থাকবে। কিন্তু ওর মেয়ে আবার ওর চোখের মণি...”  উল্লেখ্য, ২০২৩ সালে রাম চরণের পরিবারে আগমন হয় তাঁদের কন্যা সন্তান ক্লীন ক্লারা কোনিডেলা। 

 

 

?ref_src=twsrc%5Etfw">February 12, 2025

বলাই বাহুল্য, চিরঞ্জীবীর এই বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এত বড় তারকার মুখে এ ধরনের লিঙ্গবৈষম্যমূলক উক্তি শুনে মেজাজ হারিয়েছে নেটপাড়া। বহু মহিলা চিরঞ্জীবীর মানসিকতার কড়া ভাষায় নিন্দা করেছেন। নজর কেড়েছে এক মহিলার  বক্তব্য- “ আমার নিজের একটি কন্যাসন্তান রয়েছে। তা সত্বেও আমার চারপাশের বহু মানুষ  ক্রমাগত চান আমি যেন একটি পুত্রসন্তানের জন্ম দিই। জঘন্য লাগে যখন দেখি চারপাশের মানুষজন আমাদের এমন ব্যাপারের উপর আধিপত্য কায়েম করতে বলে যা নিয়ন্ত্রণ করা কোনওভাবেই আমাদের হাতে থাকে না।”