সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


আলাদা হলেন চিঙ্কি-মিঙ্কি!

৭ জুলাই বৃহস্পতিবার সমাজমাধ্যমে দু'জনের পথ আলাদা হওয়ার কথা ঘোষণা করলেন জনপ্রিয় দুই বোনের জুটি। তাঁরা হলেন সকলের অত্যন্ত পরিচিত সোশ্যাল মিডিয়া আইকন চিঙ্কি-মিঙ্কি ওরফে সুরভী-সমৃদ্ধি। যমজ বোনের মজাদার কনটেন্টের একটা বিরাট ফ্যানবেস রয়েছে। কিন্তু এবার নাকি কেরিয়ার ও পরিচিতির উপর জোর দিতেই আলাদা হচ্ছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন দুই বোন। 


'বিগ বস'-এর 'দামি' প্রতিযোগী


রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকের মধ্যে কৌতূহলের শেষ নেই। এই শো-এর জনপ্রিয়তা তাই প্রতিনিয়ত বেড়ে চলেছে। ২০০৪ সালে এই শো-এর প্রতিযোগী ছিলেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তিনি যদিও খুব অল্প সময়ের জন্য এই শো-এর অংশ ছিলেন।‌ কিন্তু মাত্র তিন দিনের জন্য প্রায় ২.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন পামেলা। এখনও পর্যন্ত 'বিগ বস'-এর ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী হিসাবে চিহ্নিত হন তিনি।


আসবে 'কাঁটা লাগা'র সিক্যুয়েল?

সদ্য প্রয়াত অভিনেত্রী শেফালি জরিওয়ালাকে তাঁর কেরিয়ারের প্রথম এবং সবচেয়ে বড় ‘ব্রেক’ দেন পরিচালক জুটি রাধিকা রাও এবং বিনয় সপ্রু। ২০০২ সালের ‘কাঁটা লাগা’-র রিমিক্স ভিডিওর জন্য শেফালিকে খুঁজে বার করেন রাধিকা-বিনয়। অভিনেত্রীর প্রয়াণে রাধিকা জানান, শেফালিই একমাত্র তাঁদের চোখে 'কাটা লাগা গার্ল' হয়ে থেকে যাবেন। তাঁরা কখনও এর সিক্যুয়েল তৈরি করবেন না।