নিজস্ব সংবাদদাতাঃ অনির্বাণ চক্রবর্তী এবং শ্যামলী আচার্য। দুই বন্ধুতে মিলে আড্ডা হবে, এমনটাই ঠিক হয়েছিল। পরিকল্পনা মতোই গত শনিবার ৭ জুন কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির আয়োজনে অ্যাম্ফিথিয়েটারে বসেছিল মুখোমুখি আড্ডা। "একেনবাবুর সঙ্গে এক সন্ধে"। 

আয়োজনের প্রস্তুতির সময়েও জানা ছিল না "বেনারসে বিভীষিকা" চতুর্থ সপ্তাহে পৌঁছেও বক্স অফিসে লাগাতার বিস্ফোরণ ঘটাতে থাকবে। সপ্তাহান্তের জমজমাট আড্ডায় আক্ষরিক অর্থেই ছিল চাঁদের হাট। সামনের সারিতে দেখা যায় একেন টিম-পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়,  চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, 'বাপিবাবু' সোমক এবং 'প্রমথবাবু' সুহোত্র মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পৌলমী চট্টোপাধ্যায় এবং সুদীপা বসু। 

শুধু একেন নয়, আড্ডায় বারে বারে উঠে আসে অনির্বাণ চক্রবর্তীর থিয়েটারযাপনের কথা। যে থিয়েটারের জন্য অনির্বাণ তাঁর চোদ্দ বছরের চাকরিজীবন মুহূর্তে সরিয়ে রেখেছিলেন অক্লেশে, কেরিয়ারের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিয়েছিলেন প্যাশনকে আঁকড়ে ধরবেন বলে। সেই আবেগ এবং লড়াইয়ের দিনে পাশে থাকা প্রতিটি মানুষ এদিন ছিলেন আড্ডার আসরে। 

সুদীপা বসুর কথায় উঠে আসে ব্যক্তি অনির্বাণের সারল্যের কথা৷ পৌলমী চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেমন করে 'ফেরা' এবং 'ঘটক বিদায়' নাটকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন অনির্বাণ। সঞ্চালক শ্যামলী আচার্য উল্লেখ করেছিলেন 'আধে আধুরে', 'গোপাল অতি সুবোধ বালক', 'মহাত্মা বনাম গান্ধী' এবং 'কেয়ারটেকার' নাটকের কথা।

নাটক থেকে সিনেমার জগতে আসা, নিজের কেরিয়ারের উর্দ্ধমুখী গ্রাফের নেপথ্যে থাকা অরুণ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন  অনির্বাণ। অভিনেতার কথায়, একদিন অরুণ মুখোপাধ্যায় বাড়িতে ফোন করে ডেকে না নিলে বাটানগর থেকে কলকাতায় এসে 'চেতনা' নাট্যগোষ্ঠীতে পর পর সাতটি প্রোডাকশনে অভিনয়ের সুযোগ পাওয়া হত না। 

মঞ্চে এসে স্বস্তিকা মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, অনির্বাণকে নিয়ে তাঁর বহুকালের 'ক্রাশ'। আবার পদ্মনাভ দীর্ঘদিনের পরিচিত অনির্বাণকে ভেবে কীভাবে একেনের মারকাটারি সংলাপ লিখেছেন, সেই গল্পও শোনা গিয়েছে। সকলেই ছিলেন তুমুল আড্ডার মেজাজে। সোমক আর সুহোত্র ফাঁস করলেন 'একেন' শুটিং চলাকালীন বহু মজার ঘটনা। 

একেনবাবু ব্র‍্যাণ্ড হয়ে ওঠার আগে দীর্ঘদিনের এক নিষ্ঠাবান পরিশ্রমী থিয়েটার কর্মীর সঙ্গে জমাটি আড্ডায় কেটে গিয়েছে একটি চমৎকার সন্ধ্যা। উপস্থিত দর্শক-শ্রোতার বাড়তি পাওনা অনির্বাণের অটোগ্রাফ এবং সঙ্গে অঢেল ছবি তোলার সুযোগ।