২০০৯ সালে চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল বাংলাদেশের ছোটপর্দার ইতিহাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’। প্রায় দেড় যুগ আগের সেই ‘সাকিন সারিসুরি’ ধারাবাহিকে আলোচিত এই দুই চরিত্রকে প্রাণ দেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।বৃন্দাবন দাসের লেখা সাকিন সারিসুরি পরিচালনা করেন সালাহউদ্দিন লাভলু। নাটকটি ২০০৯-১০ সালে চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছিল। সেই নাটকের চরিত্র, সংলাপ আর গ্রাম আজও দর্শকের স্মৃতিতে অমলিন।২০০৮ সালের শেষভাগে গাজীপুরের পুবাইলের ভাদুনের চটের আগা গ্রামে নাটকটির শুটিং হয়েছিল। স্মৃতিবিজড়িত সেই গ্রামেই পরিচালক সকাল আহমেদের ‘বিশ্বাস বনাম সরদার’ ধারাবাহিকের শুটিং করছিলেন চঞ্চল। এমন সময় দেখেন ওই গ্রামের-ই একপাশে চলে যাওয়া মেঠো পথ ধরে হেঁটে চলেছেন মোশাররফ করিম! 

 

জানিয়ে রাখা ভাল, চটের আগা গ্রামটি এলাকার মানুষের কাছে ‘সাকিন সারিসুরি’ হিসেবে পরিচিতি পায়। কয়েক বছর আগে সে গ্রামেই জমি কিনে বাড়ি করেছেন মোশাররফ করিম। তিনি ঢাকায় থাকলেও ছুটিছাটায় সেই বাড়িতে গিয়ে থাকেন। যাই হোক, মোশাররফ-কে দেখামাত্রই শুটিং থামিয়ে এক ছুটে তাঁর কাছে হাজির হন চঞ্চল। 'মামা' বলে স্নেহের ডাক দিয়ে জড়িয়ে ধরেন মোশাররফ-কে।  দুই বন্ধুর মধ্যে খানিক গল্প-হাসি-আড্ডা ভাগ হওয়ার পর একটি ছবি তোলেন চঞ্চল। সেই ছবি ফেসবুকের পাতায় পোস্ট করতেই তুমুল হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। তাঁদের ছবির সঙ্গে চঞ্চল লিখলেন, 

“এই সেই সাকিন সারিসুরি গ্রাম!!!
কত বছরের স্মৃতি বিজড়িত….!!!!
কত কত মুহূর্তের সাক্ষী এই গ্রাম!!!!
বহুদিন পর গতকাল হঠাৎ করেই বন্ধু মোশাররফের সাথে দেখা হয়ে গেল এই গ্রামের মেঠো পথে…..
বৃন্দাবন দাসের রচনা,সকাল আহমেদের পরিচালনায় 
“বিশ্বাস বনাম সরদার” নাটকের শুটিং চলাকালে হঠাৎ দেখলাম মোশাররফ মেঠো পথে হাঁটছে!!!!
যথারীতি বহুদিন পর আমাদের দেখা হলেই দুজন দুজনকে “মামা” বলে জড়িয়ে ধরি॥
কিছুক্ষন কুশল বিনিময়ের পরই সকাল বললো,আয় একটা ছবি তুলে স্মৃতিটা ধরে রাখি……
কত স্মৃতি এখানে….!!!
সাক্ষী ছিলেন কত মানুষ!!!
লাভলু ভাই,বৃন্দাবন দা,খুশী,আখম হাসান,রওনক,সাজু,আরো কতজন!!!
আবার কতজনকে তো হারিয়ে ফেলেছি চিরতরে!!!
আহারে জীবন!!!
আহারে সাকিন সারিসুরি!!!”

(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল। )

">

মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী ছাড়াও ‘সাকিন সারিসুরি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নাজমুল হুদা বাচ্চু, মাসুম আজিজ, মামুনুর রশিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশি। সময় বদলায়, প্রজন্ম বদলায় কিন্তু কিছু গল্প, কিছু চরিত্র আর কিছু বন্ধুত্ব থেকে যায় ঠিকানা হয়ে। ‘সাকিন সারিসুরি’ তাই বাংলাদেশের দর্শকের কাছে শুধু একটি নাটক নয়, এক টুকরো সময়ের দলিল।